Jehangir Ali Khan First Pic: প্রকাশ্যে খুদে নবাব জাহাঙ্গিরের ছবি
প্রকাশ্যে খুদে নবাব জাহাঙ্গিরের ছবি।
মুম্বই: গতকালই ছোট ছেলে জাহাঙ্গিরের ৬ মাস পূর্তি উপলক্ষে ছবি পোস্ট করেছিলেন করিনা কপূর। কিন্তু সেখানেও পুঁচকের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না। তবে এবার প্রকাশ্যে এল জে-এর প্রথম ছবি।
গত সপ্তাহে নিজের জন্মদিন কাটাতে অভিনেতা সেফ আলি খান সপরিবারে পাড়ি দেন মলদ্বীপে। ছুটি কাটিয়ে ফিরেছেন আজকেই। আর কালিনা বিমানবন্দরে নামতেই পাপারাৎজিদের ক্য়ামেরাবন্দি হলেন খুদে নবাব জাহাঙ্গির আলি খান। সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ছবি। ন্যানির কোলে পুঁচকে জে। অনেকেই দেখে বলছেন ঠিক যেন অবিকল তৈমুরের ছোটবেলা।
View this post on Instagram
ছবি সৌজন্যে: ভিরল ভয়ানির ইনস্টাগ্রাম
গতকালই বেবোর পোস্ট করা ছবি মন জয় করেছিল সকলের। খুদে জে-কে কোলে নিয়ে তার কপালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন মা করিনা। 'সিক্স মান্থ বার্থ অ্যানিভার্সারি'-তে সন্তানের কাছে এর থেকে ভাল উপহার আর কীই বা হতে পারে। তার আগে শুক্রবারও জে-র সঙ্গে একটি সেলফি পোস্ট করেন করিনা। ক্যাপশনে লেখেন, 'লাইটস, ক্যামেরা, ন্যাপটাইম'। তারপরই গতকালকের ছবি পোস্ট। স্বভাবতই ভাইরাল হয় সেই ছবি। এরপর আজকে একরত্তি জাহাঙ্গিরের মুখ স্পষ্ট ধরা পড়ল ক্যামেরায়।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে করিনা কপূর জানান, কীভাবে গর্ভবতী অবস্থায় তিনি শ্যুটিং সেরেছিলেন ‘লাল সিং চাড্ডা’ ছবির। তার উপর করোনা অতিমারীর প্রকোপের মাঝেই শ্যুটিং চলেছিল পুরো দমে। তাই 'লাল সিং চাড্ডা' ছবির শ্যুটিং চলাকালীন গোটা সময়টা নিজের ডাক্তারের সঙ্গে টানা যোগাযোগে ছিলেন অভিনেত্রী। বেবোর কথায়, তিনি তাঁর ডাক্তারের কথা কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন। সেটে তাঁর বিশেষ খেয়াল রেখেছিলেন আমির খানও। ফলে কাজ করতে অসুবিধা হয়নি একদমই। মজা করে তিনি একথাও জানান যে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে তাঁর ছোট ছেলে আছে এমনটা বলা যেতেই পারে।