এক্সপ্লোর
জব উই মেটে করিনার ‘গীত’ দেখে বলিউডে আসেন অনুষ্কা

মুম্বই: জব উই মেটের গীতকে দেখে ছবির দুনিয়ার আগ্রহী হয়ে পড়েন তিনি। বললেন অনুষ্কা শর্মা। তিনি জানিয়েছেন, তখন থেকে জব উই মেট পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে ছিলেন। তাই জব হ্যারি মেট সেজালের সেজাল চরিত্র তাঁর এতটাই পছন্দ হয়, যে এক কথায় রাজি হয়ে যান।
জব হ্যারি মেট সেজালের ট্রেলার প্রকাশে এসেছিলেন অনুষ্কা। তিনি বলেন, বাবা মায়ের সঙ্গে বিকানীরে দেখেছিলেন জয় উই মেট। ছবিটা দুর্দান্ত লেগেছিল, সব থেকে ভাল লাগে গীত ওরফে করিনা কপূরের চরিত্র। তখনই মনে হয়, তাঁরও ছবি করা উচিত। এই প্রথম ছবিতে গুজরাতি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ জন্য আলাদা করে গুজরাতি উচ্চারণ শিখেছেন। প্রথমে লিখে লিখে উচ্চারণ শিখতেন, পরে উচ্চারণের ধাঁচ পরিচিত হয়ে যাওয়ার পর আর লিখতে হয়নি। শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম ছবি রব নে বনা দি জোড়ি। তারপর তাঁরা একসঙ্গে কাজ করেন জব তক হ্যায় জানে। অনুষ্কা জানিয়েছেন, শাহরুখের যে দিকটা তাঁর সব থেকে ভাল লেগেছে, তা হল তাঁকে পরিবেশের সঙ্গে স্বচ্ছন্দ করে তোলা। এখন তিনি নিজেও নবাগতদের সঙ্গে একইরকম ব্যবহার করেন বলে অনুষ্কা জানিয়েছেন।
জব হ্যারি মেট সেজালের ট্রেলার প্রকাশে এসেছিলেন অনুষ্কা। তিনি বলেন, বাবা মায়ের সঙ্গে বিকানীরে দেখেছিলেন জয় উই মেট। ছবিটা দুর্দান্ত লেগেছিল, সব থেকে ভাল লাগে গীত ওরফে করিনা কপূরের চরিত্র। তখনই মনে হয়, তাঁরও ছবি করা উচিত। এই প্রথম ছবিতে গুজরাতি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ জন্য আলাদা করে গুজরাতি উচ্চারণ শিখেছেন। প্রথমে লিখে লিখে উচ্চারণ শিখতেন, পরে উচ্চারণের ধাঁচ পরিচিত হয়ে যাওয়ার পর আর লিখতে হয়নি। শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম ছবি রব নে বনা দি জোড়ি। তারপর তাঁরা একসঙ্গে কাজ করেন জব তক হ্যায় জানে। অনুষ্কা জানিয়েছেন, শাহরুখের যে দিকটা তাঁর সব থেকে ভাল লেগেছে, তা হল তাঁকে পরিবেশের সঙ্গে স্বচ্ছন্দ করে তোলা। এখন তিনি নিজেও নবাগতদের সঙ্গে একইরকম ব্যবহার করেন বলে অনুষ্কা জানিয়েছেন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















