ভিকি কৌশল 'বিশুদ্ধ প্রতিভা', সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ক্যাটরিনার
এমনিতেই জল্পনা ক্যাটরকিনা কইফ ও ভিকি কৌশল সম্পর্কে রয়েছেন। তবে ভিকি-ক্যাটরিনা কেউই এই ব্যাপারে সর্বসমক্ষে কিছুই বলেননি। ভিকি কৌশলের ছবি দেখে কী বললেন ক্যাটরিনা জানেন?
![ভিকি কৌশল 'বিশুদ্ধ প্রতিভা', সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ক্যাটরিনার Katrina Kaif Is All Praises For Vicky Kaushal After Watching 'Sardar Udham'. See Her Post ভিকি কৌশল 'বিশুদ্ধ প্রতিভা', সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ক্যাটরিনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/17/c154d3d11bc99eeddf3d5b69a2e99f14_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ১৬ অক্টোবর, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বলিউড তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'সর্দার উধম' (Sardar Udham)। প্রথম দিনেই বেশ প্রশংসিত হয়েছে ছবিটি, বিশেষত ভিকি কৌশলের অভিনয়। ছবিতে প্রশংসিত বণিতা সন্ধুর অভিনয়ও। শুধু দর্শক বা সমালোচকরাই নন, ছবিতে ভিকি কৌশল ও গোটা টিমের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের একাধিক তারকাও। প্রশংসায় ভরিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কইফও (Katrina Kaif)।
'সর্দার উধম' দেখে কী বললেন অভিনেত্রী? (Here's What Katrina Said About Vicky)
এমনিতেই জল্পনা ক্যাটরকিনা কইফ ও ভিকি কৌশল সম্পর্কে রয়েছেন। তবে ভিকি-ক্যাটরিনা কেউই এই ব্যাপারে সর্বসমক্ষে কিছুই বলেননি। ভিকি কৌশলের ছবি দেখে কী বললেন ক্যাটরিনা জানেন? তিনি ভিকির 'পাওয়ার প্য়াকড' অভিনয় দেখে বেশ প্রশংসা করেছেন। 'সর্দার উধম'-এর বিশেষ স্ক্রিনিং থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।
ভিকি কৌশলের মন খুলে প্রশংসা করতে গিয়ে অভিনেত্রী তাঁকে 'বিশুদ্ধ প্রতিভা' বলে আখ্যা দিয়েছন। পরিচালক সুজিত সরকারকে উদ্দেশ্য করে লেখেন, 'কী সুন্দর দেখেছ, কী সুন্দর ছবি, কী ভাল গল্পের বুনন।' এরপরই তিনি লেখেন, 'ভিকি কৌশল একেবারে বিশুদ্ধ প্রতিভা, টাটকা, সৎ।'
View this post on Instagram
গত মাসেই, ভিকি কৌশল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেন যে ছবিটি অ্যামাজন প্রাইমেই প্রিমিয়ার করা হবে। তিনি লেখেন, 'আপনাদের সামনে একজন বিপ্লবীর গল্প তুলে ধরতে পেরে আমার ভীষণ ভাল লাগছে। এই অক্টোবরে দেখুন সর্দার উধম প্রাইমে।'
আরও পড়ুন: হলে দর্শক ফেরাল 'গোলন্দাজ', প্রথম সপ্তাহে বক্স অফিসে আয় ২ কোটির বেশি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)