এক্সপ্লোর
বরুণ ধবনের ড্যান্স সিনেমা থেকে সরে দাঁড়ালেন ক্যাটরিনা
মুম্বই: রেমো ডি’সুজার আগামী ড্যান্স সিনেমা থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় দেখা যাবে বরুণ ধবনকে। ‘ভারত’ সিনেমার কাজে ব্যস্ততার কারণেই ক্যাটরিনার এই সিদ্ধান্ত বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন ক্যাটরিনার মুখপাত্র।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘‘ভারত’-এর কাজে ব্যস্ততার জন্য ক্যাটরিনাকে রেমো ডি’সুজার আগামী সিনেমা থেকে সরে যেতে হচ্ছে। ক্যাটরিনা পুরোদস্তুর পেশাদার। ভারত সিনেমার কাজের দিনগুলির সঙ্গে রেমোর সিনেমার কাজের দিন পড়ায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সিনেমার পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন’’।
ভারতের সবচেয়ে বড় ড্যান্স সিনেমা বলে দাবি করা হচ্ছে রেমোর আগামী প্রকল্পকে ।সিনেমায় ধর্মেশ ভেলান্দে, রাঘব জুয়েল ও পুনিত পাঠকের পাশাপাশি কোরিগ্রাফার-অভিনেতা-পরিচালক প্রভুদেবাকে দেখা যাবে।
উল্লেখ্য, সলমন খানের যে সিনেমার কাজে ব্যস্ততার জন্য ক্যাটরিনা রেমো ডি’সুজার সিনেমা থেকে সরে দাঁড়ালেন, সেই সিনেমায় প্রথমে অভিনয়ের কথা ছিল প্রিয়ঙ্কা চোপড়া। পরে প্রিয়ঙ্কা সরে দাঁড়ানোর ক্যাটরিনাকে নেওয়া হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement