Arijit Singh : 'দিদি'র অনুরোধ, KIFF-র মঞ্চে অরিজিৎ গাইলেন ' রং দে তু মোহে গেরুয়া'
Singer Arijit Singh : অরিজিৎ যেমন গাইলেন বোঝে না , সে বোঝে না। তেমনই গাইলেন শাহরুখ অভিনীত 'দিলওয়ালে' ছবির গান ... রং দে তু মোহে গেরুয়া।
আশাবুল হোসেন, রুমা পাল, কলকাতা : তিনি এলেন , গাইলেন, জয় করলেন। মহোৎসবের মঞ্চে পা রাখতেই চারপাশ ফেটে পড়ল হাততালিতে। তাঁর নমস্কার শুনেই, হইহই করে উঠলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসা সিনেপ্রেমীরা। মঞ্চে অরিজিৎ সিংহ ( Arijit Singh ) । এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় সঙ্গীত তারকা। চারিদিক থেকে এল অসংখ্য গানের আবদার। সবার মন রেখে যেমন গাইলেন বোঝে না , সে বোঝে না। তেমনই গাইলেন শাহরুখ অভিনীত 'দিলওয়ালে' ছবির গান ... রং দে তু মোহে গেরুয়া।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ( KIFF 2022 ) সূচনা অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ( Kolkata International Film Festival )দেখা গেল চাঁদের হাট। বিগ বি থেকে কিং খান, সবার মুখেই শোনা গেল বাংলা। মঞ্চে যেখনে কিং খান, সেখানে তাঁর ঠোঁটে অরিজিতের জনপ্রিয় গান হবে না, তাও কি হয় ? তাই গানইলেন, রং দে তু মোহে গেরুয়া।
আরও পড়ুন :
অরিজিত বললেন, করোনা পরবর্তী যুগে এই উৎসব একটা অন্যমাত্রা যুক্ত করল। সব সিনেপ্রেমীদের শুভেচ্ছা জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায়েরও বড় ইচ্ছে ছিল অরিজিৎ একটা গান করেন। তারপরই মজা করে বললেন, একটা গান গেয়ে দিই, ল্যাটা চুকে যাবে ।
নক্ষত্র সমাবেশে শুরু হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজ্য সরকারের তরফে ডোনা গঙ্গোপাধ্যায় সংবর্ধনা দেওয়া হয়। আর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী। ২২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনে ৪২টি দেশের ১৮৩টি সিনেমা প্রদর্শিত হবে ১০টি সরকারি সিনেমাহলে। এই সুবিশাল সংস্কৃতি যজ্ঞের সূচনাপর্ব জুড়ে রইল অসংখ্য তারার ছটা। অমিতাভ, জয়া, শাহরুখ, শত্রুঘ্ন, রানি, সৌরভ, শানু, অরিজিৎ, বাঙালির আনন্দ যজ্ঞের আমন্ত্রণে সব্বাই হাজির। অমিতাভ বললেন, ' ৩ বছর আসতে পারিনি। আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। অনেক কষ্ট হয়েছে। কলকাতা আমার বাড়ির মতো। আপনাদের জামাইবাবু, জীবনভর আপনাদেরই জামাই থাকবে। ' উপস্থিত ছিলেন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরাও। অমিতাভ থেকে শাহরুখ, বাংলার আতিথেয়তায় আরও একবার মুগ্ধ মহাতারকারা।