Kriti Sanon: পোশাকের আকাশ ছোঁয়া দাম নিয়ে 'ঠকাচ্ছেন' কৃতি শ্যাননের বোন? সোশ্যাল মিডিয়ায় অভিযোগ নেটজেনদের
Nupur Sanon: নুপূরের সংস্থার পোশাকের দামই শুরু হচ্ছে ১০ হাজার টাকা থেকে। এদিকে সেই একই জামাই নাকি ক্রেতারা ৮০০ টাকা বা ১০০০ টাকায় পাচ্ছেন অন্য জায়গায়

কলকাতা: অভিনয় বা পরিচালনার বাইরে অন্য পেশাতেও নিজেদের ছাপ রাখতে চাইছেন অভিনেতা অভিনেত্রীরা। কেউ পোশাক বিপণী খুলছেন, কেউ আবার বিভিন্ন রূপসজ্জা ও প্রসাধনী বিক্রি করছেন। সেই তালিকায় যেমন রয়েছেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif), তেমনই রয়েছেন কৃতি শ্যানন (Kriti Sanon)। কৃতি শ্যাননের বোন অভিনেত্রী নুপূর শ্যাননও পোশাকের একটি ব্র্যান্ড তৈরি করেছেন। অনলাইনে কেউ ইচ্ছা করলেই নূপূরের ব্র্যান্ড থেকে পোশাক কিনতে পারেন। কিন্তু এখানেই শুরু হয়েছে সমস্যার। ক্রেতাদের অভিযোগ, সাধারণ পোশাকের জন্যও আকাশছোঁয়া দাম নিচ্ছেন নূপূর।
নুপূরের সংস্থার পোশাকের দামই শুরু হচ্ছে ১০ হাজার টাকা থেকে। এদিকে সেই একই জামাই নাকি ক্রেতারা ৮০০ টাকা বা ১০০০ টাকায় পাচ্ছেন অন্য জায়গায়। তাঁদের প্রশ্ন, একেবারে এক পোশাক ১০ হাজার টাকা দিয়ে কেন কিনবেন তাঁরা? এক্স হ্যান্ডলে সেই ক্ষোভই উগরে দিয়েছেন তাঁরা। অনেকেই লিখেছেন, 'এ ভাবে জালিয়াতি করছেন আপনারা! এ ভাবে বোকা বানাচ্ছেন? ঠিক করছেন না।' যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত নুপূর বা কৃতি কেউই কোনও মন্তব্য করেননি।
এর আগে, শিল্পা শেট্টির রেস্তোরাঁর খাবার ও তার পরিমাণ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিল নেটিজেনরা। অনেকেই দাবি করেছিলেন, শিল্পা শেট্টির রেস্তোরাঁয় যে পরিমানে খাবার দেওয়া হয়, তার থেকে অনেকটা বেশি দাম নেওয়া হয়। নকল পনির বিতর্কে নাম জড়িয়েছিল গৌরী খানের রেস্তোরাঁরও। যদিও পরে সেই রেস্তোরাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এই বিতর্ক একেবারেই ভিত্তিহীন ছিল। এই বিতর্কের শুরু হয়েছিল একজন ইউটিউবারের চ্যানেলের একটি ভিডিও থেকে। পরে ওই ইউটিউবারকে বুঝিয়ে বলার পরে তিনি ওই ভিডিওটি সরিয়ে নিয়েছিলেন। রেস্তোরাঁর তরফ থেকে দাবি করা হয়েছিল, ওই ভিডিওটির পরে তাঁদের বিক্রি কমার চেয়ে, বেড়ে গিয়েছে।
'ডন ৩' ছবির নায়িকা কি কৃতিই?
আজ পাপারাৎজিদের সামনে কৃতি হাজির হয়েছিলেন একটি নীল পোশাক পরে। সেখানে পাপারাৎজি-রা তাঁকে 'পরম সুন্দরী' বলে ডাকেন। কৃতির 'মিমি' সিনেমার গান পরম সুন্দরী এখনও ফেরে দর্শকদের মুখে মুখে। এই গানের তালে নাচ করে বাজিমাৎ করেছিলেন কৃতি। এই নামে অভিনেত্রী ডাক শুনেই মুচকি হাসেন। এরপরে এক পাপারাৎজি কৃতিকে উল্লেখ করেন 'লেডি ডন' ও 'ডন ৩' বলে। এই ডাকে কৃতি লজ্জা পেয়ে যান। তাঁর সলজ্জ হাসি তিনি লুকনোর চেষ্টা করেন। তড়িঘড়ি বেরিয়ে গাড়িতে উঠে যান তিনি। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্ত। অনেকেই বলছেন, কৃতি এই সিনেমায় অভিনয় করছেন, এটাই তাঁর প্রমান। কৃতি নিজে মুখে না বলেও যেন বলে দিয়ে গেলেন সবটাই।






















