এক্সপ্লোর
কপিরাইট লঙ্ঘন: অমিতাভ বচ্চনের নোটিশ কুমার বিশ্বাসকে, জবাবে পেলেন প্রণাম ও ৩২ টাকা

মুম্বই: অনুমতি ছাড়াই তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতাপাঠ করেছেন। এই অভিযোগে অমিতাভ বচ্চন আইনি নোটিশ পাঠালেন আম আদমি পার্টির এই অন্যতম প্রতিষ্ঠাতা-নেতা ও কবি কুমার বিশ্বাসকে। জবাবে কুমার বিশ্বাস অমিতাভকে প্রণাম পাঠিয়েছেন, সঙ্গে ৩২ টাকা। অমিতাভ ওই কবিতাপাঠ থেকে উপার্জনের বিবরণ চেয়েছিলেন, তাই ৩২ টাকা পাঠিয়েছেন কুমার বিশ্বাস। অমিতাভ জানতে পারেন, কুমার বিশ্বাস তাঁর সম্মতি ছাড়াই নিজের ভিডিওয় হরিবংশ রাই বচ্চনের লেখা একটি কবিতা ব্যবহার করেছেন। তাই আইনি নোটিশ পাঠান তাঁকে। ওই নোটিশে ভিডিওয় হরিবংশের কবিতা ব্যবহার করে হওয়া রোজগারের বিবরণও জানতে চাওয়া হয়। অমিতাভ বলেন, নিজের ভিডিওয় সম্মতি ছাড়া তাঁর বাবার লেখা কবিতা ব্যবহার করে কপিরাইট আইন ভেঙেছেন কুমার বিশ্বাস। ২৪ ঘণ্টার মধ্যে ওই ভিডিও ইউটিউব থেকে সরিয়ে দিতে হবে।
this is a copyright infringement .. ! legal will take care of this
— Amitabh Bachchan (@SrBachchan) July 9, 2017
জবাবে কুমার বলেন, অন্য সব কবির পরিবার এই পদক্ষেপের প্রশংসা করেছে। আপনি পাঠালেন নোটিশ। আপনার বাবুজির উদ্দেশে ভিডিওটি ডিলিট করলাম। আর আপনার দাবিমত রোজগারের ৩২ টাকা পাঠালাম। প্রণাম। Rcvd appreciation frm all poet's family but Notice frm you Sir.Deleting the Tribute video to Babuji.Sending earned Rs 32 as demanded.Pranam???? https://t.co/wzq22TZnzf
— Dr Kumar Vishvas (@DrKumarVishwas) July 12, 2017
ওই ভিডিও কুমার বিশ্বাসের তর্পণ প্রকল্পের অংশ। এতে প্রসিদ্ধ হিন্দি কবিদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে হরিবংশ রাই বচ্চনের ‘নীড় কা নির্মাণ ফির’ কবিতাটি ব্যবহার করেন তিনি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















