Lata Mangeshkar Health: এখনও ICU-তে লতা মঙ্গেশকর, ভুয়ো খবর না ছড়ানোর আর্জি মুখপাত্রের
লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের খবর নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক জায়গাতেই নানা ভুল খবরও ছড়ানো হচ্ছে।সম্প্রতি বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের খবর জানাতে গিয়ে ভুল খবর না ছড়ানোর আর্জি জানিয়েছেন তাঁর মুখপাত্র
মুম্বই: করোনা আক্রান্ত (Coronavirus) হয়ে বেশ কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনার সঙ্গে তাঁর নিউমোনিয়ার সমস্যাও রয়েছে। বর্ষীয়ান গায়িকাকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital)। সেখানেই চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের খবর জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সারা দেশের মানুষ।
লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের (Lata Mangeshkar Health Updates) খবর নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক জায়গাতেই নানা ভুল খবরও ছড়ানো হচ্ছে। সম্প্রতি বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের খবর জানাতে গিয়ে ভুল খবর না ছড়ানোর আর্জি জানিয়েছেন তাঁর মুখপাত্র। এক বিবৃতিতে লতা মঙ্গেশকরের মুখপাত্র জানিয়েছেন যে, বর্ষীয়ান গায়িকা এখনও আইসিইউতেই রয়েছেন। যেহেতু সারা দেশের অগনিত অনুরাগীরা তাঁর স্বাস্থ্যের সঠিক খবর জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, তাই দয়া করে ভুলো কোনও খবর ছড়াবেন না। আইসিইউতেই এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন লতা মঙ্গেশকর।
আরও পড়ুন - New Bengali Film: আসছে নতুন বাংলা ছবি 'গু কাকু', অভিনয়ে বাংলার নামকরা তারকারা?
করোনা সংক্রমণ এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। চিকিৎসক প্রতীত সমদানী আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, বয়সের কারণে বর্ষীয়ান গায়িকার সেরে উঠতে সময় লাগছে। পাশাপাশি তাঁকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। এদিন সুরসম্রাজ্ঞীর মুখপাত্রের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, 'সকলের প্রতি আবেদন। দয়া করে কেউ ভুল খবর ছড়াবেন না। লতা দিদি এখনও আইসিইউতেই রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসক প্রতীত সমদানীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। পরিবারের সদস্য এবং চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষ আবেদন জানান হচ্ছে বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের প্রসঙ্গে ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করুন।'