এক্সপ্লোর
Advertisement
লকডাউন ২ ঘোষণার পর এভাবেই প্রতিক্রিয়া জানালেন অনেক সোশ্যাল মিডিয়া ইউজাররা, ট্যুইটারে মজাদার মিম
জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন-২-র ঘোষণা করেছেন। আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে লকডাউন-২। আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের নিয়ম পালনের জন্য দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন-২-র ঘোষণা করেছেন। আগামী ৩ মার্চ পর্যন্ত চলবে লকডাউন-২। আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের নিয়ম পালনের জন্য দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০ এপ্রিলের পর কিছু অত্যাবশ্যক গতিবিধির জন্য ছাড় দেওয়া হতে পারে। তবে তা হবে শর্তাধীন।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঘোষণার পর লকডাউন ২ নিয়ে দেশজুড়েই আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায়ও এর ব্যতিক্রম নয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লকডাউন ২ নিয়ে ইউজাররা মজাদার সব মিম তৈরি করে শেয়ার করছেন। ট্যুইটারে বলিউডের বিভিন্ন সিনেমার দৃশ্য ও সংলাপ দিয়ে ওই সব মজাদার মিম তৈরি করে তাঁরা শেয়ার করেছেন।
দেখে নেওয়া যাক, এমনই কিছু মিম।
'স্যাক্রেড গেমস' সিনেমার সংলাপ শেয়ার করেছেন এক ইউজার। সেখানে একটি দৃশ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকির সংলাপ- 'ইতনা অকেলা আপুন কো লাইফ মে পহলে কভি নেহি লগা থা'।
আর একটি মিমে ব্যবহার করা হয়েছে 'ওয়েলকাম' সিনেমার সংলাপ। সেখানে নানা পাটেকর বলছেন, 'সহ লেঙ্গে থোড়া'।
আর একটি মিমে 'গোলমাল ৩' সিনেমায় অজয় দেবগনের সংলাপ শেয়ার করা হয়েছে। অজয়ের সেই সংলাপ-'কুছ নহি বদলা হ্যায়, আজ ভি ওয়াইসা হি হ্যায়'।
বাদ পড়েনি আমির খানের পিকে সিনেমার দৃশ্যও। একটি মিমে আমির খানের একটি দৃশ্য শেয়ার করা হয়েছে। সংলাপ-'ই গোলা মা অব নহি রহনা'।
করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে লকডাউনকে লোকজন অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছেন। লকডাউন ২-র নিয়মকানুন কঠোরভাবে পালনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন।
করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেশের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই লকডাউন ৩ মে পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৩৯ করোনা আক্রান্তের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement