Lucky Ali Exclusive: কার্পেটের ব্যবসা করতেন, পছন্দ হয়নি এ আর রহমানের গান, অচেনা লাকি আলি
Singer Lucky Ali Exclusive: বাবার যোগ ছিল বলিউডের সঙ্গে, সেই সূত্র ধরে বেশ কিছুটা দেরি করেই বলিউডে পা রাখেন লাকি আলি। কিন্তু একসময় কার্পেটের ব্যবসা করতেন তিনি

মুম্বই: পরিবারের যোগ রূপোলি পর্দার সঙ্গে, কিন্তু তিনি বেছেছিলেন সঙ্গীতকে। বলিউডে একাধিক কাজ করলেও তাঁর মনে হয়েছিল, এ তাঁর জায়গা নয়। থিয়েটারে গিয়ে একটা গোটা গল্প শোনার চেয়ে তিনি পছন্দ করতেন, ৩ মিনিটেই গল্প বলে ফেলতে। তার জন্যই তিনি বেছেছিলেন, আঁকড়ে ধরেছিলেন গানকে। এবিপি নিউজের অনুষ্ঠান 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' (Ideas of India)-র সাক্ষাৎকারে অচেনা সঙ্গীতশিল্পী লাকি আলি (Lucky Ali)।
বাবার যোগ ছিল বলিউডের সঙ্গে, সেই সূত্র ধরে বেশ কিছুটা দেরি করেই বলিউডে পা রাখেন লাকি আলি। কিন্তু একসময় কার্পেটের ব্যবসা করতেন তিনি। এবিপি নিউজের অনুষ্ঠান 'আইডিয়াজ অফ ইন্ডিয়া'-র অনুষ্ঠানে এসে লাকি আলি অকপটে বলে চললেন সেই গল্প। মা মারা যান অল্প বয়সেই। তাঁকে ১ লাখ টাকা দিয়েছিলেন বাবা। দেশ ঘোরার স্বপ্ন ছিল তাঁর। বাবার দেওয়া সেই টাকার অর্ধেক দিয়ে দেশ ঘুরেছিলেন তিনি, আর বাকি অর্ধেক টাকায় কিনেছিলেন কার্পেট। তবে সঙ্গীতশিল্পীর স্বীকারোক্তি, তিনি একেবারেই ভাল ব্যবসায়ী ছিলেন না। তাই লাভের চেয়ে ব্যবসায় ক্ষতিই হয়েছে বেশি।
আরও পড়ুন: DK With Yash: কেজিএফ খ্যাত যশের সঙ্গে ছবি পোস্ট ডিকে-র, লিখলেন 'রকি ভাইকে সালাম'
ছবিতে অভিনয়ও করেছেন লাকি আলি, তবে বেশি কাছের মনে হয়েছিল অভিনয়কেই। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার মনে হয় সবাই অভিনয় করে। তবে গানে অনেক কিছু আছে। গান আমার কাছে খুব বিশেষ।' লাকি আলি বলে চললেন, আমি বলিউডে বিশাল আর এ আর রহমানের সঙ্গে কিছু কাজ করেছি। তবে এ আর রহমানের সঙ্গে আমার প্রথম অভিজ্ঞতা বেশ অন্যরকম ছিল। উনি আমায় ওঁর তৈরি গান শুনিয়েছিলেন। শুনে আমি বলেছিলাম, গানের সুর সুন্দর, কিন্তু কথাগুলো আমার পছন্দ হয়নি। গানের কথা পছন্দ না হলে আমি গান গাইতাম না।'






















