এক্সপ্লোর
Advertisement
সুশান্ত মৃত্যুর তদন্তে ডেকে পাঠানো হল মহেশ ভট্ট-কঙ্গনাকে, জিজ্ঞাসাবাদের জন্য নোটিস কর্ণের ম্যানেজারকে
গত ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার পর থেকেই যাঁর নাম বারে বারে উঠে এসেছে তিনি পরিচালক মহেশ ভট্ট। রিয়া চক্রবর্তীকে সুশান্তের সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দেওয়া থেকে শুরু করে ইচ্ছাকৃত ভাবে সুশান্তকে বলিউডে একঘরে করে দেওয়ার মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার পরিচালক মহেশ ভট্টকে তলব। সোম কিংবা মঙ্গলবার হতে পারে জিজ্ঞাসাবাদ। একই সঙ্গে কঙ্গনা রানাউতকেও নোটিশ পাঠিয়েছে তদন্তকারীরা। সূত্রের খবর, এই তদন্তে ডাকা হতে পারে পরিচালক কর্ণ জোহরকেও। ইতিমধ্যেই কর্ণ জোহরের ম্যানেজারকে তলব করা হয়েছে।
রবিবার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে সোম বা মঙ্গলবার ডাকা হতে পারে পরিচালক মহেশ ভট্টকে। তাঁর বয়ান রেকর্ড করা হবে। পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে কঙ্গনাকে। কর্ণ জোহরের ম্যানেজারকে ডেকে পাঠানো হয়েছে। তদন্তকারীদের যদি মনে হয় যে, কর্ণের সঙ্গেও কথা বলা প্রয়োজন, তবে তাঁকেও ডেকে পাঠানো হতে পারে।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেশমুখ বলেছেন, ‘সুশান্তের মৃত্যুর তদন্তে এখনও পর্যন্ত ৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সিআরপিসি ১৭৫ নম্বর ধারায় কঙ্গনা রানাউতকেও সমন পাঠানো হয়েছে। কর্ণ জোহরের ম্যানেজারকে তলব করা হয়েছে। ওঁর সঙ্গে কথা বলার পর যদি মনে হয় কর্ণকেও ডাকা প্রয়োজন, তবে তাই হবে। তদন্তের স্বার্থে যাঁদের ডাকা প্রয়োজন সকলের সঙ্গেই কথা বলা হবে।’
গত ১৪ জুন সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার পর থেকেই যাঁর নাম বারে বারে উঠে এসেছে তিনি পরিচালক মহেশ ভট্ট। রিয়া চক্রবর্তীকে সুশান্তের সঙ্গে সম্পর্ক না রাখার পরামর্শ দেওয়া থেকে শুরু করে ইচ্ছাকৃত ভাবে সুশান্তকে বলিউডে একঘরে করে দেওয়ার মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সুশান্তের প্রেমিকা রিয়া এবং মহেশের সম্পর্ক নিয়েও হয়েছে জলঘোলা। সুশান্ত ফ্যানেরাও মহেশের উপর বেজায় চটে রয়েছেন। সুশান্ত অনুরাগীদের রোষের শিকার হতে হয়েছে মহেশ-কন্যা আলিয়াকেও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement