এক্সপ্লোর
Advertisement
ভাড়া বাকি ৬৪ লাখ টাকা, প্যারিসের ফ্ল্যাট থেকে বার করে দেওয়া হতে পারে মল্লিকা শেরাওয়াতকে
মুম্বই: প্যারিসের যে ফ্ল্যাটে বয়ফ্রেন্ড সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে লিভ ইন করেন মল্লিকা শেরাওয়াত, সেখান থেকে তাঁদের বার করে দেওয়া হতে পারে। মল্লিকা নাকি ওই ফ্ল্যাটের ভাড়া দীর্ঘদিন ধরে বাকি রেখেছেন, মালিকের এখনও পর্যন্ত বকেয়া রয়েছে ৮০,০০০ ইউরো, যার মানে ৬৪ লক্ষ টাকা!
গত বছর এই বহুতলের মধ্যেই মল্লিকা ও তাঁর বয়ফ্রেন্ড সিরিলের ওপর দুষ্কৃতী হামলা চলে বলে অভিযোগ। তাঁদের জিনিসপত্র ছিনতাই করে ডাকাতরা। তাঁদের আইনজীবী বলছেন, ওই ডাকাতির কারণে মল্লিকা ও সিরিল এখনও বিব্রত, বাড়িওয়ালার সঙ্গে কিছু ব্যাপারে মতের অমিলও রয়েছে। সে সব মিটে গেলে এরিয়ার সহ পুরো ভাড়া চুকিয়ে দেবেন তাঁরা।
তবে স্থানীয় এক আদালতে ওই আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলদের এই মুহূর্তে আর্থিক সঙ্কট চলছে।
উল্টোদিকে ফ্ল্যাটমালিকের আইনজীবীর দাবি, মল্লিকা ও তাঁর বয়ফ্রেন্ড অনায়াসে ভাড়া মিটিয়ে দিতে পারেন, তাঁদের সঙ্গে কোনও কিছু নিয়ে মতের অমিলও নেই। গত বছর মল্লিকা যথেষ্ট ভাল রোজগার করেছেন, ৪৬ মিলিয়ন ইউরো। এছাড়াও ১৪০ মিলিয়ন ইউরো অর্থমূল্যের সম্পত্তি করেছেন তিনি। তারপরেও ফ্ল্যাট ভাড়া তিনি মেটাচ্ছেন না।
শিগগিরই এ ব্যাপারে রায় দেবে আদালত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement