এক্সপ্লোর
Advertisement
সঞ্জয় দত্তের বায়োপিকে নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা
মুম্বই: বিবাহ বিচ্ছেদ, ক্যান্সারের সঙ্গে লড়াই জিতে অবশেষে ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী মনীষা কৈরালা। মনীষা বলিউডে কামব্যাক করতে চলেছেন রাজকুমার হিরানির হাত ধরে তাঁর ছবি সঞ্জয় দত্তের বায়োপিকে। সেখানে তিনি সঞ্জয়ের মা, অভিনেত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন।
এখবরের সত্যতাও স্বীকার করে নিয়েছেন পরিচালক হিরানি। তিনি জানিয়েছেন, নার্গিসের চরিত্রে অভিনয় করছেন মনীষা। মনীষা একজন অসাধারণ মানুষ এবং মিষ্টি অভিনেত্রী, মন্তব্য ছবির পরিচালকের।
দীর্ঘদিন ছবি থেকে বিরতি নিয়েছিলেন মনীষা। তাঁকে শেষবার দেখা গিয়েছিল তামিল ছবি
‘Oru Melliya Koduwoich’-এ। ২০১৬ সালে মুক্তি পায় এই ছবি। বলিউডে তাঁর শেষ মনে রাখার মতো ছবি ‘ভূত রিটার্নস’। ২০১২ সালে মুক্তি পায় এই ছবি।
তবে ছবির জন্যে নয়, ক্যান্সারের মতো মারণ রোগকে জয়ে করে জীবনযুদ্ধে ফিরে আসার লড়াইয়ের জন্যে সংবাদমাধ্যমের চর্চায় থেকেছেন মনীষা। প্রসঙ্গত, পরিচালকের মনীষাকে নার্গিসের চরিত্রে নির্বাচনও এর অন্যতম কারণ। অভিনেত্রী নার্গিসও কর্কট রোগে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুর কারণও ক্যান্সার।
রাজকুমার হিরানি তাই তাঁর ছবিতে নার্গিসের চরিত্রে অভিনেত্রীর নির্বাচনের সময় মনীষাকেই সবচেয়ে উপযুক্ত মনে করেন। আর এই নির্বাচনের পর অবশেষে চূড়ান্ত হল সঞ্জয় দত্তের বায়োপিকের স্টার কাস্ট। পরেশ রাওয়াল অভিনয় করছেন সুনীল দত্তের চরিত্রে, দিয়া মির্জা মান্যতার ভূমিকায়, অনুষ্কা শর্মা একজন সাংবাদিকের চরিত্রে এবং সোনাম কপূর বলিউডের এক অভিনেত্রীর ভূমিকায় যাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সঞ্জয়ের। সঞ্জয়ের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। এই বছর বড়দিনে মুক্তি পাওয়ার কথা এই ছবির।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement