Marathi Actor Death: বহুদিন কাজ নেই, চরম অর্থাভাব ! অবসাদের গ্রাসে চরম পরিণতি ৩৫-এর অভিনেতার !
Tushar Ghadigaonkar Ended His Life: সংবাদসূত্রে জানা গিয়েছে, ঘটনার সময়ে অভিনেতা বাড়িতে একাই ছিলেন, তাঁর স্ত্রী বাইরে কাজে গিয়েছিলেন। জানা গিয়েছে আত্মহননের আগে তিনি মদ্যপান করেছিলেন।

Entertainment News: মাত্র ৩৫ বছর বয়সেই করুণ পরিণতি অভিনেতার। কাজ ছিল না হাতে, প্রবল অর্থাভাবে মানসিক অবসাদে ডুবে যান অভিনেতা আর এর ফলেই নিজের জীবন শেষ করে দেন তিনি। মরাঠি বিনোদন জগতে শোকের ছায়া। ২০ জুন এই ৩৫ বছর বয়সী মরাঠি অভিনেতা তুষার ঘড়িগাঁওকর তথা পরিচালক মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন জানা গিয়েছে।
থিয়েটার, টেলিভিশন ধারাবাহিক এবং চলচ্চিত্রে বহুমুখী অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন এই অভিনেতা তুষার ঘড়িগাঁওকর। ৩৫ বছর বয়সী এই অভিনেতাকে তাঁর বাড়ি থেকেই ২০ জুন সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কাজ থেকে বাড়ি ফিরে তাঁর স্ত্রী প্রথম তাঁর এই মৃতদেহ আবিষ্কার করেন।
সংবাদসূত্রে জানা গিয়েছে, ঘটনার সময়ে তুষার বাড়িতে একাই ছিলেন, তাঁর স্ত্রী বাইরে কাজে গিয়েছিলেন। জানা গিয়েছে আত্মহননের আগে তিনি মদ্যপান করেছিলেন। সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে তুষারের স্ত্রী প্রথম তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তুষারের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী অভিনেতা অঙ্কুর বিঠ্ঠলরাও ওয়াধাভে যিনি 'চলা হাওয়া ইয়েউ দিয়া' ছবিতে অভিনয়ের জন্য সুপরিচিত, ইনস্টাগ্রামে শোকপ্রকাশ করেছেন। বন্ধুর মৃত্যুতে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। অঙ্কুর লেখেন, 'কেন বন্ধু কেন ? কাজ আসী আর কাজ যায়। আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে, কিন্তু আত্মহত্যা কোনও উপায় নয়। তুষার ঘড়িগাঁওকর তুমি হেরে গিয়েছ, আর তোমার সঙ্গে আমরাও হেরে গিয়েছি'।
মরাঠি থিয়েটার, টেলিভিশন, সিনেমায় তাঁর শক্তিশালী উপস্থিতির জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন তুষার ঘড়িগাঁওকর। তাঁর অভিনয়ের কৃতিত্বের মধ্যে 'মন কস্তুরি রে', 'ভৌবালি', 'জোম্বিভেলি'র মত উল্লেখযোগ্য আঞ্চলিক চলচ্চিত্র। বলিউডে তিনি 'মালাল' নামে একটি ছবিতে নায়কের বন্ধুর চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন।
অভিনয়ের সঙ্গে তুষার ঘড়িগাঁওকর একজন দক্ষ পরিচালক হিসেবেও সুপরিচিত। টেলিভিশনে 'তুজি মাজি ইয়ারি' নামে একটি শো পরিচালনা করতেন তিনি। এর হাত ধরেই নিজস্ব প্রযোজনাতেও প্রবেশ করেন তিনি। নিজের সংস্থা 'ঘণ্টানাদ প্রযোজনা'-র অধীনে বেশ কয়েকটি মিউজিক ভিডিয়ো তিনি প্রকাশ করেছিলেন।
এই বছরই এপ্রিল মাসে 'তারক মেহতা কা উলটা চশমা' খ্যাত অভিনেতা ললিত মনচন্দাও একইভাবে আত্মহত্যা করেন। উত্তরপ্রদেশের মীরাটে নিজের বাসভবনে তাঁর মৃতদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি। ফলে মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা।






















