এক্সপ্লোর
Advertisement
সিবিআইয়ের সামনে প্রথমবার হাজিরা মীতু সিংহর, সুশান্ত-রিয়ার সম্পর্ক সহ আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর সমস্যা বাড়ছে বলেই মনে করা হচ্ছে। সিবিআই তাঁকে টানা চতুর্থদিন জিজ্ঞাসাবাদ করেছে। রিয়া গতকাল সোমবার সকাল ১১ টা নাগাদ ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছন।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর সমস্যা বাড়ছে বলেই মনে করা হচ্ছে। সিবিআই তাঁকে টানা চতুর্থদিন জিজ্ঞাসাবাদ করেছে। রিয়া গতকাল সোমবার সকাল ১১ টা নাগাদ ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছন। সিবিআই তাঁকে প্রায় নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, রিয়া সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করছেন না। বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইতস্তত করছেন বা এড়িয়ে যাচ্ছেন। রিয়ার সঙ্গে তাঁর ভাই শৌভিককেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
এর পাশাপাশি সিবিআই সুশান্তর দিদি মীতু সিংহকেও জিজ্ঞাসাবাদ করেছে। এই প্রথমবার সিবিআই সুশান্তর পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করল। মীতু সিংহ সিবিআইয়ের কাছে হাজিরা দেন। তবে যে জায়গায় অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখানে নয়, মীতু সিংহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কোনও এক অজ্ঞাত স্থানে। জানা গেছে, সুশান্তর সঙ্গে রিয়ার সম্পর্কের ঘটনার পর কী দেখেছেন ও শুনেছেন, সেই সংক্রান্ত প্রশ্ন মীতু সিংহকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মীতু সিংহ মুম্বইতেই থাকেন। এজন্য তাঁর কাছে সুশান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণেই সুশান্তর পরিবারের সদস্যদের মধ্যে মীতু সিংহকেই ডেকে পাঠায় সিবিআই। তিনিই পরিবারের সেই সদস্য যিনি ঘটনার আগে অর্থাত্ সুশান্তর মৃত্যর আগে তাঁর সঙ্গে ছিলেন এবং পরিবারের প্রথম সদস্য হিসেবে সুশান্তর মৃত্যুর পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন। সিবিআই মীতুর কাছে জানতে চায় যে, সুশান্তর মৃত্যু সম্পর্কে কী তথ্য রয়েছে এবং সেইসঙ্গে ঘটনার আগে এমন কী ঘটেছিল, যাতে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছিল।
মীতুকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই এই মামলায় পরিবারের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। রিয়া ও সিদ্ধার্থ পিঠানির বিরুদ্ধে যে সব অভিযোগ তাঁরা করছেন, সে বিষয়ে সিবিআই পরিবারের সদস্যদের কাছ থেকে জানার চেষ্টা করবে। কিছুদিন আগেই সুশান্তর বাবা রিয়ার বিরুদ্ধে ধীরে ধীরে বিষপ্রয়োগ করে সুশান্তকে খুনের অভিযোগ করেছেন।
সিবিআই রবিবার রিয়াকে প্রায় নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। এর আগে শনিবার সাত ঘন্টা ও শুক্রবার প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। রিয়া ও শৌভিককে ছাড়াও রঞ্জন মেওয়ানি, নীরজ সিংহ, কেশব, সিদ্ধার্থ পিঠানী, জয়া শাহ ও শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement