কলকাতা: আজ বিশ্ব পরিবেশ দিবস। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করে নিয়েছেন প্রকৃতিকে ভালবাসার বার্তা। তেমনই একগুচ্ছ সবুজ ভিডিওর কোলাজ শেয়ার করে প্রকৃতিকে ভালবাসার বার্তা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। 


মিমির বাড়ির ব্যালকনিতে গাছের সমাহার রয়েছে। তাঁর ছোটবেলা কেটেছে মফস্বলে, প্রকৃতির কাছাকাছিই বেড়ে উঠেছেন নায়িকা। আর তাই, গাছে চড়া থেকে শুরু করে প্রকৃতিকে উপভোগ করা, সবই তাঁর হাতের মুঠোয়। কলকাতার ফ্ল্যাটের ব্যালকনিকেও তিনি সাজিয়ে তুলেছেন প্রকৃতির হাত ধরে। আর পরিবেশ দিবসে মিমি শেয়ার করে নিয়েছেন তাঁর বিভিন্ন বৃক্ষরোপনের ছবি। 


কোথায় ধরা পড়েছে, নিজের ব্যালকনির গাছের চর্চায় ব্যস্ত তিনি। কখনও আবার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করতে দেখা গেল তাঁকে। কখনও আবার শ্যুটিংয়ের ফাঁকে সবুজে মজেছেন মিমি, ধরা পড়ল সেই ছবিও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর কোলাজ শেয়ার করে মিমি লেখেন, 'নেচার থেরাপি। একটি গাছ লাগান ও একটি আনন্দকে রোপন করুন, ভাল লাগবে'।


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন মিমি। সেখানে দেখা গেল, গাছ থেকে জামরুল পাড়ছেন মিমি। ঘরোয়া পোশাকে মিমি যেন পাশের বাড়ির মেয়ে। প্রথমে পাঁচিলে উঠে এবং তারপরে কার্যত গাছে উঠে পড়লেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওর সঙ্গে টুকরো টুকরো লেখাও ফুটে উঠছে স্ক্রিনে। সেখানেই জানা গেল, নায়িকার বাবা বছর চারেক আগে এই গাছটি লাগিয়েছিলেন। লকডাউনের সময় বেড়ে উঠেছে এই গাছটি। আর এখন সেখানে ফলের সমাহার। গাছ থেকে কয়েকটি জামরুল পেড়ে, সেখানেই দাঁড়িয়ে শিশুর মতো উচ্ছ্বাসে জামরুল খেতে শুরু করে দেন মিমি। সেই সঙ্গে দেন বৃক্ষরোপণের বার্তাও।


প্রসঙ্গত, সদ্য শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy)-এর নতুন ছবি রক্তবীজ (Roktobij)-এর শ্যুটিং শেষ করেছেন মিমি চক্রবর্তী। খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি এই ছবির কাস্টিংয়ের তালিকা বেশ লম্বা। 'রক্তবীজ'-এ রয়েছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। 


 


আরও পড়ুন: World Environment Day 2023: নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'


আরও পড়ুন: World Environment Day: 'এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্টস', পেয়েছেন পদ্ম পুরস্কার, বিশ্ব পরিবেশ দিবসে ফিরে দেখা তুলসী গৌড়ার অসামান্য কীর্তি