এক্সপ্লোর
Mimi Chakraborty Trolled: আপনি না MP? এভাবে ঘুরে বেড়াচ্ছেন? দুবাইয়ের ছবি পোস্ট করে ট্রোলড মিমি
জবাবে ওই ফলোয়ার বলেন, অবশ্যই কিন্তু মিমির তো নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার কথা!

কলকাতা: বেচারা মিমি চক্রবর্তী। দুবাই সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সহ্য হয়নি ট্রোলেদের। তেড়ে এসে বেশ দুকথা শুনিয়ে দিয়েছে তারা। হলুদ সাদা স্বচ্ছ পোশাক পরে দিব্যি সুন্দর একটার পর একটা ছবি আর ভিডিও পোস্ট করছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ। খালি পা, বালির ওপর সূর্যের ডুবে যাওয়া- দারুণ রোমান্টিক লাগছিল তাঁকে।
কয়েকজন তাঁকে সমর্থন করেন। আবার একজন বলেন, এটা মিমির দোষ নয়। তাঁকে যাঁরা সাংসদ হিসেবে নির্বাচন করেছেন দোষটা তাঁদের। জবাবে ওই ফলোয়ার বলেন, অবশ্যই কিন্তু মিমির তো নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার কথা! টলিউডি নায়ক যশ দাশগুপ্তও এখন মরুভূমিতে ঘুরছেন। তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আপনি আর মিমি দুজনেই দুবাইয়ে কেন?
কিন্তু তাল কাটলেন এক ফলোয়ার। সোজা এসে প্রশ্ন করলেন, আপনি না সাংসদ? আপনার তো মানুষের জন্য কাজ করার কথা। আর এভাবে দুবাই ঘুরে বেড়াচ্ছেন? বাঃ!View this post on Instagram
কয়েকজন তাঁকে সমর্থন করেন। আবার একজন বলেন, এটা মিমির দোষ নয়। তাঁকে যাঁরা সাংসদ হিসেবে নির্বাচন করেছেন দোষটা তাঁদের। জবাবে ওই ফলোয়ার বলেন, অবশ্যই কিন্তু মিমির তো নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার কথা! টলিউডি নায়ক যশ দাশগুপ্তও এখন মরুভূমিতে ঘুরছেন। তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আপনি আর মিমি দুজনেই দুবাইয়ে কেন? View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















