এক্সপ্লোর
Advertisement
বড় ছেলে মিমো ফ্লপ, এবার কি বলিউডে আসছেন মিঠুনের ছোট ছেলে নামাশি?
মুম্বই: নাম পালটে মহাক্ষয় করে ফেলেও মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমোর বলিউড ভাগ্য খোলেনি। এবার শোনা যাচ্ছে, তাঁর ছোট ছেলে নামাশি রুপোলি পর্দায় কপাল ঠুকে দেখবেন। শোনা যাচ্ছে, পরিচালক অনুভব সিংহর আগামী ছবি আর্টিকল ১৫-এ সুযোগ পেয়েছেন নামাশি। ছবিতে পুলিশ অফিসারের মুখ্য চরিত্রে রয়েছেন আয়ুষ্মান খুরানা।
বড় ছেলে মিমোর সঙ্গে মিঠুন
ছবিতে নামাশির কী ভূমিকা থাকবে এখনও পরিষ্কার নয়। তাঁর অভিনয়ের ব্যাপারে পাকাপাকি কিছু জানাও যায়নি। তবে বলিউডে ক্যামেরার পিছনে তিনি ইতিমধ্যেই কাজ করেছেন, ২০১৫-য় দাদা মিমোর ছবি ইশকদারিয়াঁ-য় সহকারী পরিচালক ছিলেন তিনি। আর এবার তিনি বাবা ও দাদার পথ ধরে হাঁটতে চান।
নামাশির সুবিধে হল, মিঠুনের সঙ্গে চেহারার রীতিমত মিল রয়েছে তাঁর। হাসি, চুল, মুখের গঠন- সব কিছুই অনেকটা এক। তবে তাতে তাঁর বলিউড ভাগ্য খুলবে কিনা তা সময়ই বলবে। দেখুন তাঁর কিছু ছবি।
দাদা মিমোর বিয়েতে বাবার সঙ্গে দাঁড়িয়ে নামাশি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement