Jaya bachchan: 'বাড়িতেও এই ব্যবহার...', ভাইরাল ভিডিও দেখে জয়া বচ্চনের ব্যক্তিগত জীবনের দিকে আঙুল তুললেন মুকেশ খান্না
Jaya Bachchan Viral Video: এবার জয়া বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুললেন মুকেশ খান্না।

কলকাতা: সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, জয়া বচ্চন (Jaya Bachchan) একজনকে সজোরে ধাক্কা মারছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। জানা যায়, ওই ব্যক্তি জয়া বচ্চনের অনুরাগী। তারকার সঙ্গে তিনি একটি সেলফি তুলতে গিয়েছিলেন মাত্র। কিন্তু এখানেই সমস্যা। অনুরাগীকে সজোরে ধাক্কা মারেন সাংসদ। তাঁকে ভৎসনাও করেন। তারপরে ঢুকে যান জয়া। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই, মুখ খুললেন অভিনেত্রী মুকেশ খান্না (Mukesh Khanna)। জয়া বচ্চনকে যদি বদমেজাজী বলা হয়, মুকেশ খান্নাও যথেষ্ট ঠোঁটকাটা। যখন যা বলা ঠিক বলে মনে করেন, সেটা সরাসরি বলে দেন মুকেশ খান্না। আর এবার জয়া বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন তুললেন মুকেশ খান্না।
জয়া বচ্চনকে কী বললেন মুকেশ খান্না?
মুকেশ খান্না এই ঘটনার তীব্র প্রতিবাদ করে বলেন, 'সংবাদমাধ্যম ও অনুরাগীদের সঙ্গে জয়া বচ্চন যা ব্যবহার করেন তা দুর্ভাগ্যজনক। সংবাদমাধ্যমের জন্যই এই মানুষগুলি বেঁচে রয়েছেন। অমরীশ পুরী থেকে শুরু করে দিলীপ কুমার.. প্রত্যেকেই পাপারাৎজিদের সঙ্গে যা ব্যবহার করতে সেটা শিক্ষণীয়। অনেক সময়েই তাঁরা কাজ করার আগে জানতেন, ক্যামেরার পিছনে কে রয়েছেন? কারণ এভাবে কাজ না করলে তাঁদের সমস্যা হত। কিন্তু জয়া বচ্চন রাজ্যসভায় যেভাবে কথা বলেন, তা হতাশানজনক। আমার হামেশাই মনে হয়, বাড়ি থেকে তিনি রেগে এসেছেন। যেন বাড়ির মানু। তাঁকে কথা শোনায়। আমার মনে হয়, উনি ব্যক্তিগত জীবনে অসুখী। বাড়ির মানুষদের সঙ্গেও উনি ভাল ব্য়বহার করেন না। মোদির বিরুদ্ধে যা ইচ্ছে করা বলে চলেন। ইচ্ছা করে তিনি মোদির বিরোধিতা করেন। তাঁর এই ব্যবহার আমার ভাল লাগে না।' মুকেশ আরও বলেন, একজন অভিনেত্রী যিনি এত প্রতিভাবান, যিনি 'মিলি' এবং 'অভিমান'-এর মতো সিনেমা করেছেন, তিনি কেন এমন আচরণ করেন?
এর আগে, এই ভিডিওটি নিয়ে প্রতিবাদ করেছিলেন কঙ্গনা রানাউত ও। ভিডিওতে দেখা যাচ্ছে, জয়া বচ্চন মাথায় একটা লাল টুপি পরেছেন। সেটাকে মোরগের ঝুঁটি বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা। করেছিলেন তাঁর ব্যবহার নিয়ে কটাক্ষ ও।
View this post on Instagram























