এক্সপ্লোর
জিম হোক বা ছেলেকে দোলখাওয়ানো, নেটিজেনদের মন জিতছেন শুভশ্রী, দেখে নিন ইউভানের মিষ্টি ভিডিয়ো
শুভশ্রী গঙ্গোপাধ্যায়-রাজ চক্রবর্তী পুত্র ইউভানের এহেন দোল খাওয়া দেখে তাদের ভক্তরা আহ্বালে আটখানা। পাশাপাশি আবদার এসেছে পুজোর পাঞ্জাবী পরানোর মতোই ইউভানকে নতুন আউটফিটে সামনে আনার।
![জিম হোক বা ছেলেকে দোলখাওয়ানো, নেটিজেনদের মন জিতছেন শুভশ্রী, দেখে নিন ইউভানের মিষ্টি ভিডিয়ো new mom subhshree having good time with his baby boy yuvan জিম হোক বা ছেলেকে দোলখাওয়ানো, নেটিজেনদের মন জিতছেন শুভশ্রী, দেখে নিন ইউভানের মিষ্টি ভিডিয়ো](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/01010501/suvasree.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : যিনি রাঁধেন তিনি যে চুলও বাঁধেন তা আর কে না জানে। আর তিনি যদি মা হন, তাহলে তো আর কথাই নেই। এমন কিছুই হয়তো নেই যা তাদের অসাধ্য।
জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ক্ষেত্রেও প্রযোজ্য ঠিক তেমনটাই। কিছুদিন আগে মা হওয়া শুভশ্রীর দৈনন্দিন দিনযাপনের অঙ্গ হয়ে গিয়েছে ছেলের সঙ্গে সময় কাটিয়ে নতুন লড়াইয়ের শক্তি জুগিয়ে নেওয়া।
সোশ্যাল মিডিয়ায় আপাতত টানা জিমে নায়িকাচিত চেহারা ফেরানোর কাজে লেগে পড়েছেন শুভশ্রী। তার সঙ্গেই ভক্তদেরকে প্রায় রোজই ছোট্ট ইউভানের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন।
শনিবার তেমনই এক ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। কালো মাস্ক ও রোদচশমা পরে কালো টি-শার্ট ও কালো শর্টস চাপিয়ে কোলে দোল খাওয়াচ্ছেন ছেলেকে। কালো গাড়ির সামনে দাঁড়িয়ে দোল খাওয়ানোর ভঙ্গিটা যেন ছেলেকে নিয়েই গোটা বিশ্ব ঘুরতে বেড়িয়ে পড়ার বার্তা দেওয়া।
ইতিমধ্যেই সেলিব্রিটির তকমা পেয়ে যাওয়া শুভশ্রী গঙ্গোপাধ্যায়-রাজ চক্রবর্তী পুত্র ইউভানের এহেন দোল খাওয়া দেখে তাদের ভক্তরা আহ্বালে আটখানা। পাশাপাশি আবদার এসেছে পুজোর পাঞ্জাবী পরানোর মতোই ইউভানকে নতুন আউটফিটে সামনে আনার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)