এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
আলিয়া নন, সিদ্ধার্থ মালহোত্রা আবার কাজ করতে আগ্রহী এই অভিনেত্রীর সঙ্গে!
মুম্বই: টাইগার শ্রফ থেকে সিদ্ধার্থ মালহোত্রা-হালে বলিউডে আসা সব নায়কের অদ্ভুত দুর্বলতা রয়েছে তাঁর ওপর। রাখ ঢাক করে নয়, প্রকাশ্যেই তা বলছেন তাঁরা। বলুন তো, তিনি কে?
একটা সূত্র দেওয়া যেতে পারে। তিনি বলিউডের নায়িকা।
আরও একটা সূত্র। তিনি আলিয়া ভট্ট নন।
তাহলে কে তিনি?
আলিয়া আর সিদ্ধার্থ কিছুদিন ধরেই পরস্পরের প্রতি প্রেম আর প্রেমহীনতায় ভুগছেন। এই শোনা যাচ্ছে, তাঁরা প্রেম করছেন, আবার তাঁরাই জোর গলায় অস্বীকার করছেন এই খবর। তবে এখন শোনা যাচ্ছে, ব্রেক আপ হয়ে গিয়েছে দু’জনের মধ্যে।
এবার টুইটারে সিদ্ধার্থ বলেছেন, এই অভিনেত্রীর সঙ্গে আবার কাজ করতে চান তিনি। দেখুন তাঁর সেই টুইট
Yes we will iam sure https://t.co/JYfpGHvPFx
— Sidharth Malhotra (@S1dharthM) December 9, 2016
এর আগে ‘এক ভিলেন’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন শ্রদ্ধা-সিদ্ধার্থ। এক টুইটের জবাবে সিদ্ধার্থ বলেছেন, শ্রদ্ধার সঙ্গে তিনি আবার কাজ করতে ইচ্ছুক।
আলিয়া-শ্রদ্ধা দু'জনে বলিউডে সমসাময়িক। দু'জনের ঝুলিতেই কয়েকটি করে হিট ছবি। সেখানে প্রাক্তন ‘প্রেমিক’-এর এই মন্তব্যে আলিয়ার খারাপ লাগতেই পারে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement