আগামী সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তিনটি বড় ছবি, জানুন বিস্তারিত
উৎসবের মরসুমে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক ছবি ও সিরিজ। আগে 'হম দো হমারে দো' ও 'ডিবুক', এই দু'টি ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। মুক্তি পাচ্ছে 'আফত-এ-ইশক'ও।
নয়াদিল্লি: গত সপ্তাহে কোনও ওটিটি প্ল্যাটফর্মেই বিশেষ কিছু ছবি বা সিরিজ মুক্তি পায়নি সেভাবে। তবে আগামী সপ্তাহে খরা কাটিয়ে একগুচ্ছ ছবি-সিরিজ রয়েছে মুক্তির অপেক্ষায়। দেখা যাক তালিকায় রয়েছে কোন কোন ছবি ও ওয়েব সিরিজ।
উৎসবের মরসুমে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক ছবি ও সিরিজ। আগে 'হম দো হমারে দো' ও 'ডিবুক', এই দু'টি ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওই ছবি নির্মাতারাও ওটিটিতেই মুক্তির ঘোষণা করেছেন। এছাড়াও মুক্তি পাচ্ছে 'আফত-এ-ইশক'। এই তিন ছবিতেই অভিনয়ে দেখা যাবে বলিউড তারকাদের।
এই সপ্তাহের সবচেয়ে বড় রিলিজ হচ্ছে 'হম দো হমারে দো'। ম্যাডক ফিল্মস প্রযোজিত ফ্যামিলি কমেডি ঘরানার ছবিটিতে অভিনয় করেছেন কৃতি শ্যানন ও রাজকুমার রাও। এই বছরে বড়পর্দা ও ওটিটি মিলিয়ে মোট চারটি বিগ বাজেট ছবি মুক্তি পেয়েছে ম্যাডক ফিল্মসের। 'রুহি' দিয়ে শুরু হয়ে এক এক করে 'মিমি', 'সিদ্দত' মুক্তি পেয়েছে ইতিমধ্যেই।
রাজকুমার রাও ও কৃতি শ্যানন জুটি বাঁধছেন এই ফ্যামিলি কমেডিতে, সঙ্গে থাকবেন পরেশ রাওয়াল ও রত্না পাঠক শাহ। অভিষেক জৈন পরিচালিত ছবিটির ট্রেলার ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে। ছবিটি মুক্তি পাবে 'ডিজনি প্লাস হটস্টার'-এ।
অপর একটি কমেডি ঘরানার ছবি হচ্ছে 'আফত-এ-ইশক'। সেইসঙ্গে এই ছবিতে খানিক 'সুপারন্যাচরাল' অনুভূতিও মিলবে। নেহা শর্মা অভিনীত ছবিটি মুক্তি পাচ্ছে 'জি ফাইভ'-এ।
হরর ঘরানার ছবি 'ডিবুক'-এর মুক্তির তারিখ যদিও হঠাৎই ঘোষণা করা হয়। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ইমরান হাশমি ও নিকিতা দত্তকে। মাত্র দশ দিনের প্রোমোশনেই মুক্তি পাচ্ছে ছবিটি। ট্রেলারটি বেশ প্রশংসিত হয়েছে।
মুক্তির তারিখ:
হম দো হমারে দো - ডিজনি প্লাস হটস্টারে ২৯ অক্টোবর মুক্তি পাচ্ছে।
আফত-এ-ইশক - জি ফাইভে ২৯ অক্টোবর মুক্তি পাবে।
ডিবুক - ২৯ অক্টোবরেই মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইমে।