Parineeti Raghav Wedding: অপেক্ষা শেষ, রাঘবের সঙ্গে কোথায় কবে বিয়ে পরিণীতি চোপড়ার ?
Parineeti Raghav Wedding: পরিণীতি ও রাঘবের বিয়ের তারিখ নিয়ে কম জল্পনা হয়নি। তবে এবার সামনে এল বড় খবর।
![Parineeti Raghav Wedding: অপেক্ষা শেষ, রাঘবের সঙ্গে কোথায় কবে বিয়ে পরিণীতি চোপড়ার ? Parineeti Chopra Raghav Chadha wedding tie knot on 25 September in Udaipur Rajasthan know everything Parineeti Raghav Wedding: অপেক্ষা শেষ, রাঘবের সঙ্গে কোথায় কবে বিয়ে পরিণীতি চোপড়ার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/3db56074fbcbc49882cf32d1d1d3dbda1692554250570484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মাস পড়লেই রাঘব চাড্ডার (Raghab Chadda) সঙ্গে বিয়ে সারতে চলেছেন 'ইশাকজাদে' কন্যা পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। আজ্ঞে হ্যাঁ, জোর জল্পনা কাটিয়ে অবশেষে সাত পাকে বাধা পড়তে চলেছেন বলিউড ডিভার সঙ্গে তরুণ রাজনীতিবিদ রাঘব চাড্ডা (Raghab Chadda)।
মাস পেরোলেই পরিণীতি ও রাঘবের বিয়ে
প্রসঙ্গত, পরিণীতি ও রাঘবের বিয়ের তারিখ নিয়ে কম জল্পনা হয়নি। তবে এবার মিডিয়া সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাধতে চলেছেন এই জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনও কোনও অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, জাঁকজমকভাবেই রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাঁদের। ফিল্ম ইন্ড্রাস্টি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।
রাঘব ও পরিণীতির সম্পর্ক নিয়ে প্রথম থেকেই উৎসাহী সবাই
বিনোদন থেকে শুরু করে রাজনীতির জগত, সমস্ত অনুরাগীরাই এখন ওয়াকিবহাল তাঁদের প্রেম নিয়ে। আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়ঙ্কা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, প্রথম মুম্বইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পরে। যদিও তখনি সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি এই দুই তারকা।
রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব
তবে জানা গিয়েছিল, রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব। আর এর পরেই বার বার সামনে এসেছে বিভিন্ন ঘটনা। কখনও পরিণীতি পাড়ি দিয়েছেন দিল্লি আর তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত থেকেছেন রাঘব। কখনও আবার রাঘব আর পরিণীতি একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মায়ানগরীতে অথবা খেলা দেখার সময়, স্টেডিয়ামে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে সেসময় খবর এসেছিল, আংটিবদলের দিন পাকা করে ফেলেছেন চড্ডা ও চোপড়া পরিবার। সেই মতোই ১৩ মে, দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সেরেছিলেন তাঁরা।
আরও পড়ুন, পুজো আসছে, মহালয়ায় এবার কে কোন চ্যানেলে দুর্গা ?
বাগদানের পর পরিণীতা জানিয়েছিলেন, 'আমি এবং রাঘব পুরোপুরি একটা অন্য দুনিয়া থেকে এসেছি। অর্থাৎ আমাদের জগতটা সম্পূর্ণ ভিন্ন। তবে বাগদানের পর বৃহত্তর পরিবারে পরিণত হওয়ার খুবই আনন্দিত অভিনেত্রী। আমরা যা দেখেছি, যা পড়েছি, তা আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। ধন্যবাদ বললেও কম বলা হবে', বলে বাগদানের পর মন খুলেছিলেন পরিণীতি চোপড়া। তবে খোলা চিঠির শেষটায় সাংবাদিক বন্ধুদের উপস্থিতিকে ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেত্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)