নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) 'মন কি বাত' (Mann ki Baat) অনুষ্ঠান পৌঁছল শততম পর্বে (100th Episode)। রবিবার দেশবাসীর জন্য তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানে 'মন কি বাত'-এর ১০০তম বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান প্রথম সম্প্রচারিত হয় ২০১৪ সালের ৩ অক্টোবর। আজকের বিশেষ পর্বের পর মোদিকে প্রশংসায় ভরালেন তারকারা।
শততম 'মন কি বাত', মোদির প্রশংসায় পঞ্চমুখ তারকারা
২০১৪ সালের ৩ অক্টোবর শুরু হয় মাসিক রেডিও অনুষ্ঠান প্রধানমন্ত্রীর 'মন কি বাত'। আজ সেই অনুষ্ঠানের ১০০তম পর্ব সম্পন্ন হল। নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জ সহ একাধিক ভিন্ন স্থানে আজকের অনুষ্ঠানের লাইভ ব্রডকাস্ট হয়।
একাধিক তারকা প্রধানমন্ত্রীর ১০০তম 'মন কি বাত' বার্তার পর তাঁদের মনোভাব প্রকাশ করেছেন। চিত্র পরিচালক রোহিত শেট্টি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, 'আমি অনুপ্রাণিত বোধ করেছি। যদি একজন অধিনায়ক আমাদের সঠিক পথ দেখাতে পারেন, তাহলে কোনও কিছুই অসম্ভব নয়।'
অভিনেত্রী মাধুরী দীক্ষিত বলেন, 'উনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) সাধারণ মানুষের সমস্যার কথা শোনার জন্য সময় বের করছেন, এটা দারুণ বিষয়...'।
অভিনেতা শাহিদ কপূরও উপস্থিত ছিলেন লাইভ টেলিকাস্টে। তাঁর কথায়, 'মোদিজি মানুষের সঙ্গে যুক্ত থাকতে চেয়েছিলেন, এটাই একজন মহান নেতার লক্ষণ... এখানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি...।'
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুরাধা পোড়ওয়াল, একতা কপূর, রণদীপ হুডা, গায়িকা রাগেশ্বরী প্রমুখ।
১০০ তম মন কি বাত নিয়ে প্রথম থেকেই প্রচার চালিয়েছে বিজেপি। দেশের নানা জায়গায় এদিনের অনুষ্ঠান শোনানোর জন্য পদক্ষেপ নিয়েছে বিজেপি। মন কি বাত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ। শনিবারই তিনি ANI-কে বলেন, মন কি বাত অত্যন্ত উল্লেখযোগ্য অনুষ্ঠান। আমি মনে করি ইতিহাসে এটাই প্রথম যে কোনও সরকারের শীর্ষে বসে থাকা একজন তাঁর দেশবাসীর উদ্দেশ্যে মাসের পর মাস বক্তব্য রেখেছেন।' শনিবারই লন্ডনে ভারতীয় দূতাবাসে কর্মরতদের সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। মন কি বাত-এর ১০০তম অনুষ্ঠান প্রচারের জন্য পদক্ষেপ শুরু হয়েছিল। এই অনুষ্ঠানে লাইভ স্ট্রিম দেখানো হয়েছে নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও।
আরও পড়ুন: Shantanu Maheshwari: 'সব মাধ্যমেই কাজ করলাম, বড়পর্দায় প্রবেশ করা খানিক কঠিন', মত শান্তনু মাহেশ্বরীর
আরও পড়ুন: Google on Loan Apps: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের
প্রধানমন্ত্রী হওয়ার পর, ২০১৪-র ৩ অক্টোবর থেকে শুরু হয় মোদির মন কি বাত। গোটা দেশে আকাশবাণীর পাঁচশোরও বেশি বেতার কেন্দ্র থেকে ২২টি ভারতীয় ভাষা ছাড়াও ১১টি বিদেশি ভাষায় মন কি বাত সম্প্রচারিত হয়।