Allu Arjun: অল্লু অর্জুনের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ! 'মহিলা অনুরাগীর মৃত্যুর খবর পেয়েও হল ছাড়েননি অভিনেতা'!
Hyderabad Stampede: রবিবার সন্ধ্যা থিয়েটারের ৪ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করল হায়দরাবাদ সিটি পুলিশ।
হায়দরাবাদ: জেল থেকে ছাড়া পেয়েছেন ঠিকই। তবে পিছু ছাড়ছে না বিতর্ক। অল্লু অর্জুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল হায়দরাবাদ পুলিশ। সাফ জানান হয়েছে 'পুষ্পা টু'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনার খবর পেয়েছিলেন দক্ষিণী অভিনেতা, তারপরও তিনি হল ছাড়তে ছাননি এবার এমনই অভিযোগ করল পুলিশ।
রবিবার সন্ধ্যা থিয়েটারের ৪ ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করল হায়দরাবাদ সিটি পুলিশ। ওই দিন অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২'-এর প্রিমিয়ার শো হয়েছিল। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা টু'-এর প্রিমিয়ারে হঠাৎ হাজির হন অল্লু। অভিনেতাকে দেখতে প্রবল হুড়োহুড়ি শুরু হয় দর্শকদের মধ্যে। সেখানেই পদপিষ্ট হন ৩৫ বছর বয়সি এক মহিলা ও তাঁর ছেলে। পুলিশ দু'জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসরা মহিলাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার পরই FIR দায়ের করে মৃতার পরিবার। বানজারা হিলসের বাড়ি থেকে অল্লু অর্জুনকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে একদিন রাত জেলে কাটিয়ে পরের দিন সকালেই জামিনে মুক্তি পান 'পুষ্পা' খ্যাত অভিনেতা। পরবর্তীতে তিনি একটি সাংবাদিক বৈঠকে বলেন যে পুলিশ তাঁকে হল থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেনি। তিনি এও বলেন যে 'ভুল তথ্য ছড়িয়ে তার চরিত্র নষ্টের চেষ্টা চালাচ্ছে।
যদিও এসপি এল রমেশ কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, অভিনেতাকে হলের বাইরের পরিস্থিতি সম্পর্কে অবগত করার পরও অল্লু অর্জুন থিয়েটার ছেড়ে যেতে রাজি হননি। পুরো ছবিটি দেখে তবেই হল ছাড়বেন এমনতাই বলেছিলেন, এরপর ডিসিপি ভিতরে গিয়ে কথা বলে ১৫ মিনিটের মধ্যে বাইরে নিয়ে আসে।
এ প্রসঙ্গে কংগ্রেস শাসিত তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি বলেন, আইন আইনের পথেই চলবে।
এদিকে হায়দরাবাদের জুবিলি হিল্সে অভিনেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান একদল বিক্ষোভকারী। বাইরে থেকে তাঁর বাড়িতে টম্যাটো ছোড়া হয় বলে অভিযোগ। বাড়ির ভিতরেও তাঁরা ঢোকার চেষ্টা করেন। অভিনেতার বাড়ির সামনে সাজিয়ে রাখা বেশ কিছু ফুলগাছের টবও ভাঙচুর করা হয়। তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের বাড়িতে হামলার নিন্দা করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে