এক্সপ্লোর
Advertisement
কাজল, প্রিয়ঙ্কা, দীপিকা, সানি দেওল- দেখুন বলিউডের রাখিবন্ধন পালন
মুম্বই: প্রতিবারের মত এবারও বলিউড তারকারা পালন করলেন রাখিবন্ধন উৎসব। প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন থেকে নবাগত কার্তিক আরিয়ান- সকলেই মেতে উঠলেন ভাইবোনের এই চিরন্তন উৎসবে। এই উপলক্ষ্যে অমিতাভ বচ্চন টুইটারে শুভেচ্ছা জানালেন সকলকে।
মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করতে চলা প্রিয়ঙ্কা চোপড়া রাখি পরিয়েছেন ভাই সিদ্ধার্থ চোপড়াকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি। প্রিয়ঙ্কা লিখেছেন, আমার ভাইয়ের একটা বাহিনী আছে আর সিদ্ধার্থ তাদের নেতা। রাখি আমার প্রিয় উৎসব, ভাইয়ের দীর্ঘ জীবন চেয়ে বোন তার হাতে বাঁধে এই পবিত্র সুতো। ভাইদের ছাড়া জীবন কল্পনা করা যায় না।T 2913 - Rakshabandhan greetings .. रक्षाबंधन की अनेक अनेक शुभकामनाएँ , स्नेह आदर और सुख शांति 🙏🙏🙏 pic.twitter.com/E09Su72Tjq
— Amitabh Bachchan (@SrBachchan) August 26, 2018
গোয়ালিয়রে রাখি বন্ধন পালন করলেন কার্তিক আরিয়ান। পরিবারের ছবি পোস্ট করে তিনি বলেছেন, দীর্ঘ সময় পর নিজের শহরে বোন ও বাড়ির সকলের সঙ্গে রাখিবন্ধন পালন করলেন তিনি।
অদিতি রাও হায়দারি ছবি পোস্ট করেছেন দুই ভাইয়ের সঙ্গে।
দীপিকা পাড়ুকোনের ভাই নেই, আছেন ছোট বোন আনিশা। রাখি উপলক্ষ্যে বোনকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
নিজের আর তুতো মিলিয়ে সোনম কপূরের আবার বেশ কয়েকজন ভাই। তাঁদের সকলের ছবি পোস্ট করে তিনি দুঃখপ্রকাশ করেছেন, রাখির দিন শহরে থাকতে পারলেন না বলে। ক্ষমাও চেয়েছেন তিনি।
সানি দেওলও পোস্ট করেছেন রাখি পরা ছবি। বোনেদের জানিয়েছেন শুভেচ্ছা।
কাজল রাখিবন্ধন উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
#HappyRakshaBandhan everyone! And let’s all protect the important things in life as well..... Humanity, Compassion, Value for Life and Self Respect ✊
— Kajol (@KajolAtUN) August 26, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement