![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
দীপাবলীর সময় বাজি না পোড়াতে উপদেশ দিয়েছিলেন, আর এবার নিজেই সিগারেট ফুঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড প্রিয়ঙ্কা চোপড়া
ছবিতে দেখা যাচ্ছে, নিক-প্রিয়ঙ্কা পাশাপাশি বসে। নিকের মুখে চুরুট, প্রিয়ঙ্কা সিগারেট খাচ্ছেন। উল্টোদিকে বসে প্রিয়ঙ্কার মা মধু চোপড়া, তিনিও ধরিয়েছেন মোটাসোটা এক চুরুট।
![দীপাবলীর সময় বাজি না পোড়াতে উপদেশ দিয়েছিলেন, আর এবার নিজেই সিগারেট ফুঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড প্রিয়ঙ্কা চোপড়া Priyanka Chopra gets brutally trolled by netizens for smoking দীপাবলীর সময় বাজি না পোড়াতে উপদেশ দিয়েছিলেন, আর এবার নিজেই সিগারেট ফুঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড প্রিয়ঙ্কা চোপড়া](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/22094551/priyanka-cigarette.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ব্যস, নেটিজেনদের মনে পড়ে গিয়েছে, এই প্রিয়ঙ্কাই দীপাবলীর সময় বলেছিলেন, তাঁর হাঁপানি আছে, বাজি পোড়ালে ধোঁয়ায় কষ্ট হয়, তাই বাজি না পোড়ানো উচিত। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি সিগারেটের ধোঁয়ায় আজকাল হাঁপানি সেরে যাচ্ছে?
দেখুন কিছু টুইট
So sweet - Priyanka Chopra trying to cure the Asthma she developed on Diwali .... ✨⚡️🙏🏼 pic.twitter.com/02NN5LJlZ0
— Tinkerbell 11:11 (@tinkerbell9958) July 21, 2019
The latest INHALER for asthmatic patients ... courtsey @priyankachopra👇
Thank you for the enlightenment, Madam #GlobalDesi😎 pic.twitter.com/82ekaLuehX
— #Intolerant भारतीय (Sanjeev Goyal) (@goyalsanjeev) July 21, 2019
Hi @PriyankaChopra,
I know, celebs don’t practice what they preach and it’s sad that your personal pics where you are smoking got leaked. You always claimed to be an asthmatic who can’t handle any pollution. I hope, your asthma got cured and not that you were lying all the time.
— Sonam Mahajan (@AsYouNotWish) July 21, 2019
Priyanka Chopra had appealed to people of India for crackerless Diwali.
Now she is taking medicine to avoid Asthma. pic.twitter.com/Nc9xArkirQ
— Farrago Abdullah (@abdullah_0mar) July 21, 2019
Good Morning! Good to see that @priyankachopra’s asthma has been cured overnight 😍
Doctors are god 🙏🏻
pic via @Cheekoadmi pic.twitter.com/il2A5TN455
— Maithun (The Fauxy) (@Being_Humor) July 21, 2019
এখনও অবশ্য এ নিয়ে প্রিয়ঙ্কার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)