কলকাতা: একটা দুর্ঘটনা আর তাতে জট পাকিয়ে যাওয়া সত্যি, মিথ্যে। সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-র রাজনীতির বেড়াজালে আটকে দিতিপ্রিয়া রায় (Diripriya Roy). কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) ও অন্যান্য একাধিক চরিত্র। মুক্তি পেল ওয়েব সিরিজ 'রাজনীতি'-র ট্রেলার।             


রিজপুর রাজ করে লোকমান্য সেবক পার্টি। সেই পার্টির নেতা কৌশিক। দিতিপ্রিয়ার বাবা। সিরিজে দিতিপ্রিয়ার চরিত্রের নাম রাশি। সিরিজের শুরুটা কিছুটা এমন, গল্পের নায়িকা অর্থাৎ রাশির জীবনে ঘটে যায় একটি দুর্ঘটনা। একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে যায় সে। দুর্ঘটনার আগের সমস্ত ঘটনা, বর্তমানে সে কেন, কেন এই পরিস্থিতিতে রয়েছে, সমস্ত মুছে যায় রাশির স্মৃতি থেকে। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সুস্থ হতে থাকে রাশি। কিন্তু তার এই সুস্থতার সফর বড় সুখের হয় না। রাশির চোখের সামনে খুলে যায় তারই পরিবারের কিছু গোপন সত্যি, রাজনীতি আর অজানা সব মুখোশ। চেনা মানুষেরাই অচেনা হয়ে ওঠে রাশির কাছে। তারপর? সেই উত্তর মিলবে সিরিজে। 


এই সিরিজ নিয়ে পরিচালক সৌরভ বলছেন, ‘ আমার নতুন ওয়েব সিরিজের নামটা খুব স্পষ্টভাবে তুলে ধরছে বিষয়বস্তুকে। তবে কোনও দলীয় ভাবধারার আদলে এই ওয়েব সিরিজ তৈরি নয়, একেবারে স্বতন্ত্র্য একটি গল্প। আমি কোনও একটি বিশেষ দলীয় ভাবধারা নিয়ে না চললেও নিজের রাজনৈতিক চেতনা রয়েছে বলেই বিশ্বাস করি। আমরা কেউ রাজনীতির বাইরে নই। সেই চেতনায় ভর করেই এই 'রাজনীতি'-র জন্ম। এই গল্প একটা পরিবারের। গৃহকর্তা একজন সাংসদ, পরিবারের বাকি চরিত্রদের সঙ্গেও অদ্ভুত যোগ রয়েছে রাজনীতির। তবে কোনও দলীয় ভাবাবেগে আঘাত করবে না এই সিরিজ। দলের উর্ধ্বে আমাদের রোজকার জীবনে, অফিসে, পরিবারে... সব জায়গাতেই তো রাজনীতি লুকিয়ে থাকে। এই 'রাজনীতি'-ও তেমনই।'


আরও পড়ুন: Summer Tips: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?   


আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি