Radhe Shyam Twitter review: কেমন হল প্রভাসের 'রাধে শ্যাম'? ছবি দেখে কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?
'রাধে শ্যাম' মুক্তি পাওয়ার পর থেকে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কোনও নেট নাগরিকের ছবিটি পছন্দ হয়েছে।আবার কোনও নেট নাগরিকের একেবারেই পছন্দ হয়নি। কেউ বলছেন ব্লকবাস্টার হিট, কেউ বলছেন ফ্লপ
মুম্বই: 'বাহুবলী' ছবিটির পর থেকে অভিনেতা প্রভাসের (Prabha) জনপ্রিয়তা অনেকটা বেড়ে গিয়েছে। তাঁর পরবর্তী ছবিগুলির দিকেও তাকিয়ে থাকেন অনুরাগীরা। তাই 'রাধে শ্যাম' (Radhe Shyam) ছবিটিকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। ছবির নির্মাতাদের পাশাপাশি প্রভাসের অনুরাগীরাও এই ছবির দুর্দান্ত ব্যবসার দিকে নজর রাখছিলেন। বে কিছুদিন আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে 'রাধে শ্যাম' ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। নতুন দিন ঘোষণার পর অবশেষে গতকাল মুক্তি পেয়েছে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু, মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে। ছবি মুক্তি পাওয়ার পর কী প্রতিক্রিয়া দর্শকদের? বেশ কিছু নেট নাগরিক বহু প্রতীক্ষিত 'রাধে শ্যাম' দেখে নেট দুনিয়ায় তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন।
'রাধে শ্যাম' মুক্তি পাওয়ার পর থেকে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের। কোনও নেট নাগরিকের ছবিটি পছন্দ হয়েছে। আবার কোনও নেট নাগরিকের একেবারেই পছন্দ হয়নি ছবিটি। কেউ বলছেন ছবিটি ব্লকবাস্টার হিট। আবার কেউ বলছেন ফ্লপ হয়েছে। এক নেট নাগরিক 'রাধে শ্যাম' ছবিটি দেখার পর তাঁর প্রতিক্রিয়ায় লিখেছেন, 'সাধারণত আমি কোনও নায়কেরই অনুরাগী নই। আমি সিনেমা দেখতে ভালোবাসি। আমি জানি না কেন লোকেরা 'রাধে শ্যাম' দেখার পর নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। সত্যিই ছবিটি খুব সুন্দর। আমি ছবিটি দেখে একেবারেই হতাশ হইনি। অসাধারণ ভিজুয়াল। আর খুব সুন্দর ছবি।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, ''রাধে শ্যাম' ছবি দেখে আমার ব্লকবাস্টার হিট মনে হচ্ছে। গত এক দশকে আমি এত ভালো ছবি দেখিনি। এখনও পর্যন্ত এক দশকের সেরা ছবি আমার লেগেছে 'রাধে শ্যাম'। ছবির সিনেমাটোগ্রাফি, গান, ভিএফএক্স, অভিনয় সমস্ত কিছুই অসাধারণ। খুব সুন্দর একটা ছবি 'রাধে শ্যাম'। প্রভাসের অভিনয় এবং পূজা হেগড়ের সঙ্গে তাঁর কেমিস্ট্রি অসাধারণ। আমি তো পাঁচের মধ্যে সাড়ে চার নম্বর দেব।' ভালো প্রতিক্রিয়ার পাশাপাশি কোনও কোনও নেট নাগরিকদের মন্তব্য, এত টাকা খরচ করে তৈরি করা 'রাধে শ্যাম'-এর পরিশ্রম একেবারে জলে গিয়েছে। ছবিটি ভালো হয়নি একেবারেই।
আরও পড়ুন - The Kashmir Files: মুক্তি পেতেই ছক্কা হাঁকাল 'দ্য কাশ্মীর ফাইলস', প্রথমদিনের বক্স অফিস কালেকশন কত?
প্রসঙ্গত, 'রাধে শ্যাম' ছবিতে একজন হস্তরেখাবিদের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তাই ছবি মুক্তির আগে থেকেই দর্শকের সঙ্গে ছবির যোগাযোগ দৃঢ় করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হলের বাইরে বিনামূল্যে হাত দেখার বুথ বসায় নির্মাতারা। দর্শকদের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ এই প্রচেষ্টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। বিভিন্ন সিনেমা হলের সামনে তৈরি হওয়া জ্যোতিষ বুথে থাকছিলেন হস্তরেখাবিদরা। যাঁরা বিনামূল্যে উৎসাহী ব্যক্তিদের হাত দেখছিলেন।