The Kashmir Files: মুক্তি পেতেই ছক্কা হাঁকাল 'দ্য কাশ্মীর ফাইলস', প্রথমদিনের বক্স অফিস কালেকশন কত?
এক নেটনাগরিক লেখেন, 'প্রত্যেকের 'দ্য কাশ্মীর ফাইলস' দেখা উচিত। শুধু একা নয়, পরিবারের ছোট থেকে বড় সদস্যর সঙ্গে গিয়ে দেখুন। প্রত্যেকের জানা দরকার ১৯৮৯-৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী হয়েছিল।'
মুম্বই: বলিউড অভিনেতা অনুপম খেরের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) নিয়ে প্রত্যাশা ছিল যথেষ্ট। মুক্তি পেতেই সেই প্রত্যাশা বাস্তব রূপ নিতে শুরু করল বক্স অফিসে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' প্রথমদিন কত টাকার ব্যবসা করল?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন জানিয়ে পোস্ট করেছেন। তিনি লেখেন, ''দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন চমক লাগিয়েছে। স্বল্প সংখ্যক সিনেমা হল পাওয়ার পরও এই ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন নজর কাড়ছে। আশা করছি যত দিন এগোবে এই ছবির ব্যবসা আরও শক্তিশালী হবে। ইভিনিং এবং নাইট শোগুলিতে দুর্দান্ত ব্যবসা করছে এই ছবি। প্রথমদিন অর্থাৎ শুক্রবার 'দ্য কাশ্মীর ফাইলস'-এর বক্স অফিস কালেকশন ৩.৫৫ কোটি টাকার। আশা করা যাচ্ছে, আগামী দুদিন আরও নজরকাড়া ব্যবসা করবে এই ছবি।'<
>
আরও পড়ুন - Imtihan clocks 28 Years: 'ইমতিহান' ছবির ২৮ বছর পূর্তিতে আবেগপ্রবণ পোস্ট রবিনা ট্যান্ডনের
প্রসঙ্গত, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবি দেখে বেশিরভাগ নেট নাগরিকই ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। এক নেট নাগরিক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'দীর্ঘক্ষণ ধরে এই ছবি যেন তাড়া করে বেরিয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণার যে দিক ছবিতে তুলে ধরা হয়েছে, তা আগে কল্পনাও করতে পারিনি। বিবেক অগ্নিহোত্রী আপনি সত্যিই অসাধারণ ছবি তৈরি করেছেন। দর্শন কুমার, আপনার জন্য গর্ববোধ হচ্ছে। 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রত্যেককে অনেক অভিনন্দন। প্রত্যেকের এই ছবিটা সিনেমা হলে গিয়ে দেখা উচিত।' আরও এক নেট নাগরিক ছবি দেখে প্রতিক্রিয়ায় লেখেন, 'প্রত্যেকের 'দ্য কাশ্মীর ফাইলস' দেখা উচিত। শুধু একা নয়, পরিবারের ছোট থেকে বড় সদস্য, প্রত্যেকের সঙ্গে গিয়ে দেখুন। প্রত্যেকের জানা দরকার ১৯৮৯-৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী হয়েছিল।' শুধু সাধারণ নেট নাগরিকরাই নন, প্রতিক্রিয়া দিয়েছেন তারকারাও। অদিতি রাভাল প্রতিক্রিয়ায় লিখেছেন, 'বহু মানুষ আমাকে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জন্য প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। আমি পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে এমন একটা ছবি তৈরি করার জন্য প্রশংসা করব।'