Rajinikanth Birthday: নিজের কোন বিশেষ প্রিয় মানুষের জায়গায় রজনীকান্তকে রাখেন ঐশ্বর্য রাই?
শুধু সাধারণ মানুষই তাঁর অনুরাগী নন। রজনীকান্তের অনুরাগীর তালিকায় রয়েছেন তাবড় তাবড় তারকারাও। বলিউড অভিনেত্রী ঈশ্বর্য রাইয়েরও (Aishwarya Rai Bachchan) পছন্দের মানুষ রজনীকান্ত (Superstar Rajinikanth)
মুম্বই: আজ জন্মদিন সুপারস্টার রজনীকান্তের (Rajinikanth Birthday)। তামিল ছবির জগতে দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছেন তিনি। তাই তো তিনি সেখানকার 'থালাইভা'। ছবি করেছেন বলিউডেও। তিনি যে দেখতে দেখতে ৭১ বছরে পা দিয়ে ফেললেন, তাঁকে দেখে কে বলবে! অনুরাগীদের কাছে থালাইভা রজনীকান্তের বয়স হয় না। অ্যাকশন হোক কিংবা রোম্যান্স, যেকোনও চরিত্রেই আজকের প্রজন্মের যেকোনও অভিনেতাকে টেক্কা দিতে পারেন রজনীকান্ত (Superstar Rajinikanth)। এমনই তাঁর ম্যাজিক। অনুরাগীদের কাছে রজনীকান্ত শুধুই একজন অভিনেতা নন, তাঁরা তাঁকে ঈশ্বরের মতো দেখেন। তাই তো আজ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে 'সুপারস্টার রজনীকান্ত'-র নানা ছবি এবং ভিডিও।
শুধু সাধারণ মানুষই তাঁর অনুরাগী নন। রজনীকান্তের অনুরাগীর তালিকায় রয়েছেন তাবড় তাবড় তারকারাও। বলিউড অভিনেত্রী ঈশ্বর্য রাইয়েরও বড় পছন্দের মানুষ রজনীকান্ত। 'রোবট' ছবিতে তাঁদের জুটি বিশেষ নজর কেড়েছিল দর্শকের। দুজনের বয়সের মধ্যে অনেকটা পার্থক্য থাকার পরও তাঁদের অনস্ক্রিন রোম্যান্সে মজে দর্শক। ঈশ্বর্য রাই বচ্চনও (Aishwarya Rai Bachchan) রজনীকান্তকে বিশেষ প্রিয় মানুষের জায়গায় রাখেন। সম্প্রতি সামনে এসেছে ঈশ্বর্য রাইয়ের এক পুরনো সাক্ষাৎকার। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, তাঁর কাছে রজনীকান্ত কেমন।
আরও পড়ুন - Sidharth Shukla: 'উড়ি উড়ি' গানে রোম্যান্টিক মেজাজে সিদ্ধার্থ-রশ্মি, ভাইরাল ভিডিও
এক পুরনো সাক্ষাৎকার সামনে এসেছে ঐশ্বর্য রাইয়ের। সেখানে বলি ডিভা বলছেন, 'রজনী স্যর আমার কাছে পা (অমিতাভ বচ্চনকে এই নামেই ডাকেন ঈশ্বর্য রাই)-এর মতো। পেশাদার দিক থেকে থেকে মানুষ রজনীকান্ত আমার কাছে বিশেষ একজন। এর মধ্যে কোনওভাবেই বয়স আসতে পারে না। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং রজনীকান্ত দুজনেই কিংবদন্তি অভিনেতা। দীর্ঘদিন ধরে তাঁরা ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করে আসছেন, তাতে কাজের মাধ্যমে জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছেন তাঁরা দুজনেই। আজকের দিনেও তাঁদের দুজনের ছবিই যখন সিনেমাহলে মুক্তি পায়, দর্শকের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়। অনেকেই মনে করেন নিজের ইন্ডাস্ট্রিতে যখন কেউ কাজ পান না, তখন দক্ষিণের ছবিতে কাজ করতে যান। আমি এমনটা মনে করি না। 'রোবট' ছবিতে আমার চরিত্রের কথা জেনেই আমি সই করেছিলাম।'