এক্সপ্লোর
Advertisement
'স্বপ্নে দেখা দিয়েছেন, আমার গর্ভে জন্ম নেবেন সুশান্ত!' বিস্ফোরক দাবি রাখী সাবন্তের
ফের লাইমলাইটে রাখী সাবন্ত! সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আজব দাবি করে পোস্ট করলেন ভিডিও। বললেন, 'আমার ভোর রাতের স্বপ্নে সুশান্ত এসেছিলেন। সবার ওপর বদলা নিতে আমার গর্ভে ফের জন্ম নিতে চলেছেন তিনি।'
মুম্বই: ফের লাইমলাইটে রাখী সাবন্ত! সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আজব দাবি করে পোস্ট করলেন ভিডিও। বললেন, 'আমার ভোর রাতের স্বপ্নে সুশান্ত এসেছিলেন। সবার ওপর বদলা নিতে আমার গর্ভে ফের জন্ম নিতে চলেছেন তিনি।'
সুশান্তের মৃত্যুতে ঝড় উঠেছে বলিউডের অন্দরে। গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মৃতদেহ। তাঁর মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত, দফায় দফায় চলছে জেরা। স্বজন পোষণ? কর্মক্ষেত্রে রেষারেষি নাকি অবসাদ? নায়কের মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি করছেন তাঁর অনুরাগীরা।
এই পরিস্থিতিতেই ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বিস্ফোরক সব দাবি করলেন রাখী। ভিডিওতে তিনি বললেন, 'সুশান্ত ভোরের স্বপ্নে এসে আমাকে বলেছেন, আমার ফ্যানদের বলে দাও, আমি আবার জন্ম নেব৷ আবার ফিরে আসব৷ তুমি বিয়ে করো। তোমার গর্ভের সন্তান হয়েই পৃথিবীতে ফিরে আসব!'
রাখি আরও দাবি করেন, সুশান্ত তাঁকে বলেছেন, এই বলিউড ইন্ডাস্ট্রি তাঁকে অবহেলা করেছে, বয়কট করেছে। তাঁর হয়ে আওয়াজ তোলার জন্য কঙ্গনা রানওয়াত ও রাখিকে ধন্যবাদও জানিয়েছেন সুশান্ত। কিন্তু যারা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তাঁদের সুশান্ত ছাড়বেন না বলে জানিয়েছেন রাখি। সুশান্ত নাকি রাখীকে বলেছেন, 'তাঁর শরীর না থাকলেও আত্মা বেঁচে আছে। সেই আত্মা বদলা নেবে।'
তাঁর আরও দাবি, সুশান্ত তাঁর মাধ্যমে প্রযোজকদের বার্তা দিতে চান। তাঁর যা যা ছবি বাকি আছে, তা সম্পূর্ণ করতে রাখি এবং সানি লিওনের আইটেম সং রাখতে তাঁর ছবিতে। এতে সুশান্তের ছবি হিট হবে। রাখির দাবি, সুশান্ত নাকি এমনও বলছেন, তাঁর ছবি ‘ছিঁছোড়ে’কে সেরা ছবি হিসেবে পুরষ্কৃত করুক ফিল্মফেয়ার কর্তৃপক্ষ।
সুশান্তের মৃত্যুতে এখনও শোকের আবহ কাটেনি অনুরাগীদের মধ্যে। এর মধ্যে রাখীর এই ভিডিওতে সমালোচনার মুখেই পড়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement