এক্সপ্লোর
‘রেঙ্গুন’ হল শাহিদ, সেফ আর কঙ্গনার মধ্যে প্রতিযোগিতা, বললেন করিনা
![‘রেঙ্গুন’ হল শাহিদ, সেফ আর কঙ্গনার মধ্যে প্রতিযোগিতা, বললেন করিনা Rangoon A Competition Among Shahid Saif Kangana Kareena ‘রেঙ্গুন’ হল শাহিদ, সেফ আর কঙ্গনার মধ্যে প্রতিযোগিতা, বললেন করিনা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/25113245/Kareena-61.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ‘রেঙ্গুন’-এ শাহিদ কপূর, সেফ আলি খান ও কঙ্গনা রানাওয়াত পাল্লা দিয়ে অভিনয় করেছেন। সেফ ঘরণী করিনা কপূরের আশা, এই ছবি তাঁদের সেরা পারফরম্যান্স বার করে আনবে।
তাঁর কথায়, বিশাল ভরদ্বাজের ছবিতে নেগেটিভ চরিত্র রীতিমত নজরকাড়া হয়। কিন্তু এবার এই ছবিতে তিন তিনজন সেরা অভিনেতা রয়েছেন। তাঁদের মধ্যে নিশ্চয় নিজেদের সেরাটা দেওয়ার প্রতিযোগিতা হবে।
এই তিনজনই আজকের বলিউডের সেরা অভিনেতা বলে মন্তব্য করেছেন করিনা। তাঁর কথায়, ‘রেঙ্গুন’-এ সেফের চরিত্র রীতিমত আকর্ষক হবে। এই প্রথম এ ধরনের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি দেখার জন্য তাঁরা সকলে উদগ্রীব হয়ে রয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
‘রেঙ্গুন’-এ সেফ অভিনয় করছেন এক নির্মম পার্সি প্রযোজকের ভূমিকায়। বিশাল ভরদ্বাজের ওঙ্কারা-র পর বিশালেরই এই ছবিতে ফের ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন তিনি। করিনা বলেছেন, নেগেটিভ চরিত্র সব সময় বেশি নজর কাড়লেও এবার তিনজনের মধ্যে রীতিমত প্রতিযোগিতা হবে।
![rangoon](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/02130811/rangoon1-300x300.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)