Rani Mukerji Update: বলিউডে ২৫ বছর, রানি মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি?
Rani Mukerji: বলিউডে ২৫ বছর পূর্ণ করলেন রানি মুখোপাধ্যায়। 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে শুরু করে 'ব্ল্যাক', মূল ধারা থেকে শুরু করে ভিন্ন ধারা, সব চরিত্রেই নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন রানি।
![Rani Mukerji Update: বলিউডে ২৫ বছর, রানি মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি? Rani Mukerji Update: Rani Mukerji talks about her favorite character after complete 25 years in bollywood Rani Mukerji Update: বলিউডে ২৫ বছর, রানি মুখোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/14/c1bb6593b8d082033d991e4892947ce5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউডে ২৫ বছর পূর্ণ করলেন রানি মুখোপাধ্যায়। 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে শুরু করে 'ব্ল্যাক', মূল ধারা থেকে শুরু করে ভিন্ন ধারা, সব চরিত্রেই নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন রানি। তবে এত বছরে তাঁর সবচেয়ে পছন্দের চরিত্র কোনটি?
সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'বান্টি ওউর বাবলি ২' (Banty aur Babli 2)। ২০০৫ সালে মুক্তি পায় অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় ও অমিতাভ বচ্চন অভিনীত জনপ্রিয় ছবি 'বান্টি অউর বাবলি'। এবার আসছে তার দ্বিতীয় পর্ব। স্বভাবতই এখন সকলের আলোচনাতেই উঠে আসছে 'বান্টি অউর বাবলি ২'-এর কথা। বরুণ বি শর্মার পরিচালনায় এই ছবিতে দেখা যাবে বাবলির চরিত্রে রয়েছেন রানি মুখোপাধ্যায়। তবে বদল ঘটেছে বাকি কাস্টে। রানির সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সেফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। সকলেই এই ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন।
তবে ২০০৫ সালের সেই 'বান্টি ওউর বাবলি' ছবির ভিম্মিই রানির কাছে ২৫ বছরে সবচেয়ে প্রিয় চরিত্র। একটি সাক্ষাৎকারে রানি বলেন, 'আমার মনে আছে, প্রথমবার যখন আমায় ভিম্মির চরিত্রটা পড়ে শোনানো হয়েছিল, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ওই চরিত্রের প্রানোচ্ছলতা আমায় ছুঁয়ে গিয়েছিল। মনে হয়েছিল আমি ওই চরিত্রে অভিনয় করার জন্যই জন্মেছি। ২৫ বছরে ওই ভিম্মির চরিত্রই আমার মনের সবচেয়ে কাছের।'
'বান্টি অউর বাবলি ২' মুক্তি পাচ্ছে ১৯ নভেম্বর। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। ছবিতে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), সেফ আলি খান (Saif Ali Khan), সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াঘ। সম্প্রতি 'বান্টি অউর বাবলি টু' ছবিরই প্রোমোশনের জন্য রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ এসেছিলেন সেফ আলি খান ও রানি মুখোপাধ্যায়। সেখানেই রানি মুখোপাধ্যায়ের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির জনপ্রিয় ডায়লগকে মজার ছলে একেবারেই নিজের মতো করে বললেন রণবীর সিংহ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)