Riddhi Sen Birthday: 'প্রিয় মানুষের জন্মদিন', সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিকে খোলা চিঠি সুরঙ্গনার,
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সুরঙ্গনা। লিখেছেন, 'হ্য়াঁ, আরও একটা বছর পেরিয়ে গেল। কিন্তু সেটা খুব একটা খারাপ নয়। তুমি কিছু কিছু জিনিস পেলে, কিছু হারালে'
কলকাতা: আজ প্রিয় মানুষের জন্মদিন। সোশ্যাল মিডিয়ার লম্বা বার্তায় ভালোবাসা উপচে দিলেন প্রেমিকা। লাল শাড়িতে শেয়ার করে নিলেন মিষ্টি ছবিও। আজ কৌশিক সেনের (Kaushik Sen) পুত্র ঋদ্ধি সেনের (Riddhi Sen) জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে হাসিমুখের ছবি শেয়ার করে দিলেন প্রেমিকা সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee)।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন সুরঙ্গনা। লিখেছেন, 'হ্য়াঁ, আরও একটা বছর পেরিয়ে গেল। কিন্তু সেটা খুব একটা খারাপ নয়। তুমি কিছু কিছু জিনিস পেলে, কিছু হারালে। এটা কেবল মানুষ বা কাজের ব্যাপার নয়, এটা ভাবনা বা চিন্তাধারা যেটা তুমি শিখেছো বা তোমার ধারণার পরিবর্তন হয়েছে। জীবনে সামনের দিকে, আরও বড় ভবিষ্য়তের দিকে তাকিয়ে এগিয়ে যাও। শুভ জন্মদিন।'
আরও পড়ুন: Nawazuddin Siddiqui Birthday: পরপর ৭ বার! 'কান চলচ্চিত্র উৎসব'-এ জন্মদিন উদযাপন নওয়াজের
সদ্য মুক্তি পেয়েছে ঋদ্ধি সেনের নতুন ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'। এই ওয়েব সিরিজে ঋদ্ধির বিপরীতে অভিনয় করেছেন উষসী সেন। ওয়েব সিরিজ নিয়ে ঋদ্ধি বলেছিলেন, 'এই কাজটার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ভীষণ খুশি। যে মুহূর্তে আমি এই গল্পটা শুনেছিলাম, মনে হয়েছিল এই সিরিজ একটা আলাদারকম প্রভাব বিস্তার করতে সক্ষম। অর্কদীপ রায়কে ধন্যবাদ কিঙ্করের মত একটা চরিত্র লেখার জন্য। কোরক মুর্মুর পরিচালনায় কাজ করে ভালো লেগেছে। আশা করছি দর্শকদের মন ছুঁয়ে যাবে 'সুন্দরবনের বিদ্যাসাগর'।
এই কাজ নিয়ে উষসী বলছেন, 'সুন্দরবনের বিদ্যাসাগর' কেবল একটা শক্তিশালী গল্প নয়, এটা ভীষণ প্রভাব বিস্তার করার মতো গল্প। ছবিতে আমার চরিত্রের নাম পার্বতী। কুমীরখালি গ্রামের একজন বিধবার চরিত্র এটি। চরিত্রটার এতরকম স্তর আছে যে আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রটা। অভিনয়ের অনেক জায়গা রয়েছে। অর্কদীপ নাথ, কোরক মুর্মূর কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই চরিত্রতে আমায় বাছার জন্য। 'হইচই'-এর গোটা টিমকেও অনেক ধন্যবাদ। আশা করি মানুষ গল্পটা ভালোবাসবেন।'
আজ ঋদ্ধিকে শুভেচ্ছা জানিয়েছেন উষসীও। তিনি ঋদ্ধিকে সবচেয়ে সুন্দর মনের বিদ্যাসাগর বলে সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
">