এক্সপ্লোর
Advertisement
''আবার দেখা হওয়া অবধি....আই লাভ ইউ'', ইনস্টাগ্রামে আবেগতাড়িত পোস্ট ঋষি-কন্যার
বিশেষ অনুমতি পেয়ে দিল্লি থেকে মুম্বই আসার অনুমতি পান রিধিমা। আলিয়া ভট্ট ভিডিও কল মারফৎ রিধিমাকে ঋষির শেষকৃত্য দেখতে সাহায্য করেন।
মুম্বই: পর পর মৃত্যুর ঘটনার শোকস্তব্ধ বলিউড। ইরফান খান ও ঋষি কপূরের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে সিনেটাউনে। গত ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে চলে যান ঋষি কপূর। দীর্ঘদিন লিউকোমিয়ায় ভুগছিলেন তিনি। বিদেশ থেকে চিকিৎসা করিয়ে দেশে ফিরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। কিন্তু হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি।
ঋষি কপূরের মৃত্যুর সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী নীতু কপূর ও ছেলে রণবীর। কিন্তু মেয়ে ঋধিমা ছিলেন দিল্লিতে স্বামী ও সন্তানদের সঙ্গে। তাই বাবা চলে যাওয়ার সময় দেখা হয়নি তাঁর।
অবশেষে বিশেষ অনুমতি পেয়ে দিল্লি থেকে মুম্বই আসার অনুমতি পান তিনি। আলিয়া ভট্ট ভিডিও কল মারফৎ রিধিমাকে ঋষির শেষকৃত্য দেখতে সাহায্য করেন।
বাবার স্মৃতিতে সম্প্রতি রিধিমা আপলোড করলেন ঋষির একটি হাসি ঝলমল ছবি। এই ছবি দেখে আবেগতাড়িত তাঁর ভক্তরা।
ইনস্টাগ্রাম পোস্টে রিধিমা লিখেছেন, "বাবা আমি তোমাকে ভালবাসি। সবসময় বাসব। আমার শক্তিশালী যোদ্ধা, তোমার আত্মা শান্তি পাক। আমরা তোমায় মিস করব, মিস করব তোমার প্রতিদিনের ফেসটাইম কল। যদি আমি তোমায় শেষবার গুড বাই বলার জন্য থাকতে পারতাম! আবার দেখা হওয়া অবধি....বাবা আই লাভ ইউ। তোমার মুস্ক"
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement