Roktobeej: থ্রিলারে উচ্ছ্বসিত দর্শকেরা, 'রক্তবীজ'-এর গল্প বলার নেপথ্য নারীরা...
Roktobeej News: 'রক্তবীজ' থ্রিলার হলেও, পুরুষকেন্দ্রিক নয়। সেখানে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছেন এক নারীও
কলকাতা: এই থ্রিলারের নেপথ্যে রয়েছে তিন নারীর গল্প। পুজোয় মুক্তি পাওয়া যে ছবিটি বক্সঅফিসে প্রশংসিত হয়েছে, তার নেপথ্যে রয়েছেন তাঁরা। নন্দিতা রায় (Nandita Roy), শর্বরী ঘোষাল (Sarbari Ghoshal) ও জিনিয়া সেন (Zinia Sen)। প্রথমজন পরিচালক, দ্বিতীয় ও তৃতীয়জন চিত্রনাট্য লেখিকা। তাঁদের হাত ধরেই পর্দায় থ্রিলারের জাল বুনেছে 'রক্তবীজ' (Roktobeej)।
পুজোয় প্রথম থ্রিলার ঘরানায় পা রেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। 'রক্তবীজ' (Roktobeej) তৈরি হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে। আর এই ছবিতে, দুই পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। বাস্তব ঘটনাকে নিয়ে তৈরি এই থ্রিলার, বক্সঅফিসে বাকি ৩ ছবিতে যে কড়া টক্কর দিচ্ছে, তা বলাই যায়।
'রক্তবীজ' থ্রিলার হলেও, পুরুষকেন্দ্রিক নয়। সেখানে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছেন এক নারীও। আর এই ছবি নেপথ্যে রয়েছেন তিন নারী। পরিচালকের আসনের গুরুদায়িত্বে রয়েছেন নন্দিতা। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী ও জিনিয়া। তাঁদের কলমেই তৈরি হয়েছে বড়পর্দায় জমাটি এক থ্রিলার। ইতিমধ্যেই, পরিচালক-প্রযোজকেরা জানাচ্ছেন, দর্শকদের এই ছবি নিয়ে উচ্ছ্বাসের কথা। পুজোর পরেই হল ভরিয়ে এই থ্রিলার দেখছেন দর্শকেরা।
এই ছবির হাত ধরে, দীর্ঘদিন পরে টলিউড ছবিতে দেখা গেল ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)-কে। তাঁর দিদির ভূমিকায় দেখা গিয়েছে অনুসূয়া মজুমদারকে (Amushua Majumdar)। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, দেবলীনা কুমার (Devleena Kumar), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya) ও দেবাশীষ মণ্ডল (Devashish Mandal)-কে।
View this post on Instagram
'যে আগুনে যজ্ঞ হয়, সেই আগুনেই হয় বিস্ফোরণ'। ট্রেলারের শুরুতেই শোনা গেল 'আশ্বিনের শারদ প্রাতে...', তারপরই নেপথ্য কণ্ঠে বিস্ফোরণের আভাস। খাগড়াগড় ছবিতে নাম বদলে খয়রাগড়। কেন্দ্রীয় দলের হয়ে সেখানে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে আবির চট্টোপাধ্যায় ওরফে পঙ্কজ সিংহ হাজির বর্ধমানে। অন্যদিকে বর্ধমানের এসপি সংযুক্তা মিত্র, অভিনয়ে মিমি চক্রবর্তী। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজের গ্রামের বাড়িতে পুজোর সময় ফিরছেন অনিমেষ বাবু। রাষ্ট্রপতির ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও তাঁর দিদির চরিত্রে অনসূয়া মজুমদার। আর সেখানেই গ্রামের একাধিক বাড়িতে তৈরি হয় বাজি, নাকি তারই আড়ালে বোমা? তারই তদন্তে কেন্দ্র ও রাজ্য পুলিশের দ্বন্দ্ব? উত্তর মিলবে ‘রক্তবীজ’-এ।