Nadaaniyan: আজব শাস্তির দাবি! সেফ আলি খানের ওপর হামলাকারীকে ২ বার দেখতে হবে ইব্রাহিম-খুশির 'নাদানিয়া'
Saif Ali Khan News: 'নাদানিয়া' নিয়ে কটাক্ষের মুখে খুশি ও ইব্রাহিমের পাশে দাঁড়িয়েছেন কর্ণ জোহর। তাতে চিঁড়ে ভেজেনি

কলকাতা: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় এখনও মামলা চলছে ধৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে। জানা গিয়েছে, ধৃত বাংলাদেশের বাসিন্দা, ভারতে অনুপ্রবেশ করেছিল সে। সেফ আলি খানের ওপর হামলার শাস্তি হিসেবে এবার নাকি তাকে দেওয়া হতে পারে এক বিশেষ শাস্তি! শরিফুলকে একবার নয়, পর পর দুবার দেখতে হবে ইব্রাহিম আলি খান ও খুশি কপূর অভিনীত 'নাদানিয়া' ছবিটি। সদ্য নিজের একটি ভিডিওতে এই দাবিই করেছেন কৌতুকশিল্পী প্রণীত মোরে। মুক্তির পর থেকেই চূড়ান্ত ট্রোলিংয়ের মুখে পড়েছে ইব্রাহিম আলি খান ও খুশি কপূর অভিনীত 'নাদানিয়া'। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই ছবি নিয়ে তৈরি নেটপ্রভাবীদের বিভিন্ন ভিডিও বা মিম। আর এবার কৌতুকশিল্পী প্রণীত মোরে এই ছবিটির রিভিউ বলতে বসে এমনই মন্তব্য করে বসলেন, তবে সবটাই মজা করে।
কৌতুকশিল্পী প্রণীত মোরে তাঁর একটি ভিডিওতে বলেছেন, 'খুশি কপূর তো ধরাছোঁয়ার বাইরে। খুশির আগের ছবিটি ছিল আমির খানের পুত্র জুনেইদ খানের সঙ্গে। সেই ছবিতে অভিনয় করে খুশি জুনেইদের ভাবমূর্তি খারাপ করে দিলেন। আর ওঁর পরের ছবি ইব্রাহিম আলি খানের সঙ্গে। এখানেও এক ঘটনা। খুশি ইব্রাহিমের ভাবমূর্তিটাও খারাপ করে দিলেন। প্রথম জন আমির খানের পুত্র। দ্বিতীয় জন সেফ আলি খানের পুত্র। খুশি বোধহয় ঠিকই করে নিয়েছেন, 'দিল চাহতা হ্যায়' ছবিতে যাঁরা যাঁরা অভিনয় করেছিলেন, তাঁদের সন্তানদের অবস্থা খারাপ করে দেবেন। এইদিক থেকে অক্ষয় খান্না ভাল আছেন। তিনি এখন ভাবছেন, ভাগ্যিস তিনি বিয়ে করেননি।'
এরপরেই প্রণীত সেফের ওপর হামলাকারী শরিফুলের প্রসঙ্গে আসেন। তিনি বলেন, 'ইব্রাহিম ও খুশি এতটাই খারাপ অভিনয় করেছেন যে সেফ আলি খানের ওপর হামলার মামলায় ধৃত ব্যক্তিকে বিচারক বলেছেন, ‘তোমাকে ফাঁসি দেব না। কিন্তু তোমাকে ‘নাদানিয়া’ ছবিটা দু’বার দেখতে হবে’। এই কথা শুনে নাকি শরিফুল বলেছে, এর থেকে মৃত্যুও ভাল। তবে সবটাই প্রণীত মোরে বলেছেন রসিকতার মোড়কে। পেয়েছেন মিশ্র প্রতিক্রিয়াও।
অন্যদিকে 'নাদানিয়া' নিয়ে কটাক্ষের মুখে খুশি ও ইব্রাহিমের পাশে দাঁড়িয়েছেন কর্ণ জোহর। তাতে চিঁড়ে ভেজেনি। সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছে এই দুই তারকা সন্তানকে। এই নিয়ে দুবার কটাক্ষের শিকার হলেন খুশি। তাঁর দুই ছবি নিয়েই। ভবিষ্যতে শ্রীদেবী কন্যার থেকে একটা ভাল সিনেমা পাওয়ার আশায় তাকিয়ে রয়েছেন সবাই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
