এক্সপ্লোর
Advertisement
মন্ত্রীদের ‘দুর্দান্ত’ এক দল বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন সলমনের
মন্ত্রিসভা সহ সাড়ম্বর অনুষ্ঠানে নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মন্ত্রীদের ‘দুরন্ত’ একটা দল বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বলিউড অভিনেতা সলমন খান।
মুম্বই: মন্ত্রিসভা সহ সাড়ম্বর অনুষ্ঠানে নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মন্ত্রীদের ‘দুরন্ত’ একটা দল বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন বলিউড অভিনেতা সলমন খান। প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে সলমনের ট্যুইট, ‘দুরন্ত একটি দলের জন্য সম্মানীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন।শক্তিশালী ও বৈষম্যহীন ভারত গড়ে তোলার উদ্যোগের ক্ষেত্রে সমগ্র মন্ত্রিসভাকে শুভেচ্ছা জানাচ্ছি’।
প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কঙ্গনা রানাউত, শাহিদ কপূর ও কর্ণ জোহরের মতো বলিউড তারকারা। এবারের লোকসভা ভোটের ফলাফল বেরোনোর দিনও সলমন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন বলিউডের দাবাং খান। লোকসভা ভোটে বিজেপি ৫৪২ আসনের মধ্যে ৩০২ আসনে জয়ী হয়। সলমন ট্যুইট করেছিলেন, ‘এই চূড়ান্ত জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। ভারতকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে আপনার পাশে রয়েছি আমরা’। সোশ্যাল মিডিয়ায় মোদি ও সলমনের এ ধরনের বার্তার আদানপ্রদান নতুন কিছু নয়। লোকসভা নির্বাচনের আগে তাঁদের অনুরাগীদের ভোটদানে উত্সাহিত করার জন্য সলমন সহ বলিউড তারকাদের কাছে আর্জি জানিয়েছিলেন মোদি। তিনি ট্যুইটে লিখেছিলেন-‘ভোট দান শুধু অধিকারই নয়, একটি কর্তব্যও। প্রিয় সলমন খান ও আমির খান, আমাদের গণতন্ত্র ও আমাদের দেশকে যাতে শক্তিশালী করে তুলতে পারি, সেজন্য আপনাদের নিজস্ব কায়দায় তরুণদের অনুপ্রাণিত ও উত্সাহিত করে তোলার সময় এসেছে’। ২০১৪-র লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার আগে সলমন মোদির প্রশংসা করেছিলেন। মোদির সঙ্গে গুজরাতে একটি উত্সবে ঘুড়িও উড়িয়েছিলেন তিনি।Honourable Prime Minister, congratulations on a splendid team and all my best wishes to the entire cabinet in their endeavours to make a stronger and equal India. @PMOIndia
— Salman Khan (@BeingSalmanKhan) June 2, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement