এক্সপ্লোর
Advertisement
দেখুন, 'রাধে'-র সেটে খুদে ফ্যানকে জড়িয়ে ধরে আদর সলমনের
বর্তমানে ‘রাধে-দ্য মোস্ট ওয়ান্ডেট ভাই’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত সলমন। হঠাৎ ছবির সেটেই এসে পড়ে সলমনের ছোট্ট এক ভক্ত। ছোট্ট মেয়েটিকে নিরাশ করেননি সলমন। সেটেই তাকে ডেকে নিয়ে আলাপ করেন করেন, তোলেন ছবি।
মুম্বই: রিল থেকে রিয়েল লাইফ, বাচ্চাদের প্রতি বিশেষ স্নেহ রয়েছে বলিউডের ‘ভাইজান’ সলমন খানের।‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে দর্শকদের মন কেড়েছিল সলমন খানের সঙ্গে হর্ষালী মালহোত্রার স্নেহের সম্পর্ক। বাস্তবেও কিন্তু এমন ছোট্ট শিশুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ কখনওই ছাড়েন না সলমন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হল এমনই এক ছোট্ট ভক্তের সঙ্গে সলমনের ছবি, ভিডিও।
বর্তমানে ‘রাধে-দ্য মোস্ট ওয়ান্ডেট ভাই’ ছবির শ্যুটিং-এ ব্যস্ত সলমন। হঠাৎ ছবির সেটেই এসে পড়ে সলমনের ছোট্ট এক ভক্ত। ছোট্ট মেয়েটিকে নিরাশ করেননি সলমন। সেটেই তাকে ডেকে নিয়ে আলাপ করেন করেন, তোলেন ছবিও। গোলাপি টি-শার্ট পরা ছোট্ট মেয়েটিকে ভাইজানের আদর করার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায়, চুম্বন করে, মাথায় হাত বুলিয়ে খুদে ভক্তকে আদর করছেন সলমন।
তারকার সঙ্গে দেখা করে খুদে ভক্তও। দিব্যি হাসি মুখে সলমনের সঙ্গে ছবি তোলে সে। আর সেই ছবি, ভিডিও দেখেই উচ্ছসিত সলমনপ্রেমীরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement