Bangladesh: যাদের বলিদানে স্বাধীনতা, কৃতজ্ঞতা ভুলে বিজয় দিবসেই ভারতকে তীব্র আক্রমণে বাংলাদেশ
ABP Ananda Live: যাদের বলিদানে স্বাধীনতা, কৃতজ্ঞতা ভুলে বিজয় দিবসেই ভারতকে তীব্র আক্রমণে বাংলাদেশ। সঙ্গী পাকিস্তান, ইসলামাবাদে গিয়ে হিনদু বিদ্বেষ ছড়াচ্ছেন বাংলাদেশের শিক্ষাবিদরাও! পাকিস্তানের অত্য়াচার থেকে মুক্তি দিতে, ঊনিশশো একাত্তরে পাশে দাঁড়িয়েছিল ভারত। এখন সেকথা বেমালুম ভুলে, ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরে দিচ্ছে বাংলাদেশ। সোমবার বিজয় দিবসেও, পঞ্চগড় জেলায় ভারতের বিরুদ্ধে লড়ার শপথ নিলেন BNP-র নেতা, কর্মীরা। অন্য়দিকে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়তে বাংলাদেশ ও পাকিস্তানকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন শাহীদুজ্জামান।
আরও খবর, বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতাপাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।