Salman Khan: কঠিন রোগে আক্রান্ত সলমন, মুখে ব্যথা, সমস্যা হয় হাঁটতে চলতেও!
Salman Khan Health Update: অসুখ তো থাকবেই, তবে বলিউডে টিঁকে থাকার জন্য পরিশ্রমের রাস্তাতেই বিশ্বাস করেন সলমন

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁর যে ক্লিপিংসগুলি ভাইরাল হয়, তা দেখলেই বোঝা যায়, শরীর ভাল নেই সলমন খানের (Salman Khan)। একাধিক অনুষ্ঠানে তাঁকে দেখা যায়, তাঁর চোখ মুখ ফুলে গিয়েছে, চোখের তলায় কালি। এমনকি নাচতেও কষ্ট হচ্ছে 'ভাইজান'-এর। তবে সেই সবকিছুকে উপেক্ষা করেই তিনি কাজ করে যাচ্ছিলেন। সম্প্রতি কপিল শর্মার শো-এ এসে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে মুখ খুলেছেন সলমন। জানিয়েছেন, কঠিন ব্যধিতে ভুগছেন তিনি। অভিনেতা নাকি ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজ়ম, এভি ম্যালফরমেশনের মতো রোগে বহু বছর ধরে ভুগছেন।
অসুখ তো থাকবেই, তবে বলিউডে টিঁকে থাকার জন্য পরিশ্রমের রাস্তাতেই বিশ্বাস করেন সলমন। তাই তিনি সমস্ত সমস্যা নিয়েও কাজ করতে থাকেন। এই শো-তে এসে সলমন বলেন, টরোজ হাড় ভাঙছে, পেশী ছিঁড়ে যাচ্ছে, এ দিকে আবার ট্রাইগেমিনাল নিউরালজিয়া নিয়ে কাজ করছি। মস্তিষ্কে অ্যানিউরিজ়ম রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও কাজ করে চলেছি। এভি ম্যালফরমেশনও রয়েছে আমার, তাই নিয়েই চলা ফেরা করছি।'
পাশাপাশি সলমন জানিয়েছেন, তাঁর একাধিক শারীরিক জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে সেই জটিলতা বেড়ে যায়। ২০১৭ সালে, এর আগেও ট্রাইগেমিনাল নিউরালজিয়া রোগটি নিয়ে কথা বলেছিলেন সলমন। এই অসুখ নাকি ‘সুইসাইড ডিজ়িজ়’ নামেও পরিচিত। এই অসুখে নাকি যন্ত্রণা এমন প্রবল জায়গায় পৌঁছয়, রোগী নিজের জীবন পর্যন্ত শেষ করে দিতে চান। তাই এমন নাম এই রোগের। সাধারণত রোগীর মুখে এই যন্ত্রণা হয়। এই যন্ত্রণা সহ্য করা কঠিন। অন্যদিকে, অ্যানিউরিজ়ম স্নায়ু সংক্রান্ত মস্তিষ্কের সমস্যা। অন্য দিকে এভি ম্যালফরমেশন শিরা ও ধমনীর মধ্যে এক অস্বাভাবিক যোগ থেকে তৈরি হয়। মস্তিষ্ক-সহ শরীরের নানা জায়গায় এই অসুখ হতে পারে।
সলমন খানের শেষ মুক্তি পাওয়া সিনেমা 'সিকন্দর'। অনুরাগীদের এই ছবি নিয়ে প্রত্যাশা থাকলেও, বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। এরপরে আপাতত আর কোনও ছবির ঘোষণা করেননি সলমন। তিনি বিভিন্ন জায়গায় শো করছেন। তবে সদ্য আমদাবাদের ঘটনায় তিনি একটি শো বাতিল করে দিয়েছিলেন। এত মানুষ মারা গিয়েছেন যে সময়ে, সেই সময়ে শো করতে রাজি ছিলেন না তিনি। সলমনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন অনুরাগীরা। অন্যদিকে, একের পর এখ হুমকি পাওয়ার পরে সলমন খানের নিরাপত্তা নিয়ে ভীষ কড়াকড়ি চলছে।






















