এক্সপ্লোর
Advertisement
রেস্তোরাঁয় প্লেট ভাঙছেন সলমনের বোন অর্পিতা! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া
কয়েক সপ্তাহ আগে ৬ বছরের বিবাহবার্ষিকী পালন করেন অর্পিতা এবং আয়ুষ। সোশ্যাল মিডিয়ায় ভালবাসা জানিয়ে পোস্ট করেন তাঁরা। আয়ুষের সঙ্গে ছবি পোস্ট করে অর্পিতা লেখেন, আমার বন্ধু থেকে স্বামী হয়ে ওঠার পথটা আমি উপভোগ করি।
মুম্বই: গ্রিসের ঐতিহ্য অনুযায়ী, প্লেট ভাঙলে অর্থ অশুভ আত্মা চলে হয়ে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে গ্রিক রেস্তোরাঁ। যারা কাস্টমারদের প্লেট ভাঙার জন্য বিশেষ ব্যবস্থা করে। দুবাইয়ের এক রেস্তোরাঁতে এমনই প্লেট ভাঙার অভিজ্ঞতা হল বলিউড তারকার। তিনি সলমন খানের বোন এবং আয়ুষ শর্মার স্ত্রী অর্পিতা খান শর্মা। বন্ধুদের সঙ্গে ওই রেস্তোরাঁয় আড্ডার পাশাপাশি প্লেট ভাঙার এই ঐতিহ্যকে বেশ উপভোগ করেন তিনি।
ওই প্লেট ভাঙার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, অর্পিতার পরনে কালো রঙের ওয়ান পিস। রেস্তোরাঁয় অর্পিতা এবং তাঁর বন্ধুরা প্লেট ভাঙছেন। একইসঙ্গে রেস্তোরাঁয় নাচ করছেন তাঁরা। প্লেট ভাঙার এই রীতি তিনি কতটা উপভোগ করছেন তা তাঁর হাসিতেই স্পষ্ট।
কয়েক সপ্তাহ আগে ৬ বছরের বিবাহবার্ষিকী পালন করেন অর্পিতা এবং আয়ুষ। সোশ্যাল মিডিয়ায় ভালবাসা জানিয়ে পোস্ট করেন তাঁরা। আয়ুষের সঙ্গে ছবি পোস্ট করে অর্পিতা লেখেন, আমার বন্ধু থেকে স্বামী হয়ে ওঠার পথটা আমি উপভোগ করি। ৬ বছর আগে একসঙ্গে থাকার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে আমি খুব খুশি। শুভ বিবাহবার্ষিকী আমার ভালবাসা। এই প্রথম আমরা একসঙ্গে নেই। কিন্তু তুমি যা করতে চেয়েছ, তাই করছ। আমি তাতেই খুশি। একসঙ্গে, হাসিতে, আড্ডায়, ঝগড়ায় অনেকগুলি বছর থাকব।
একইসঙ্গে আয়ুষ লিখেছিলেন, শুভ বিবাহবার্ষিকী আমার ভালবাসা। মাত্র ৬ বছর আগে আমরা বিয়ে করেছিলাম। কিন্তু মনে হয় অনেক আগে থেকে আমি তোমায় চিনি। শিশু সুলভ উন্মাদনা এবং ছোটখাট মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়ার ৬ বছর পূর্ণ হল। তোমার মতো একজন পার্টনার পাওয়া বড় আশীর্বাদ। সবসময় ভালবাসব।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement