এক্সপ্লোর
Advertisement
ট্রোলগুলো বড্ড জ্বালাচ্ছে, সানা খানের বর আনাস এবার শাপশাপান্ত করলেন
বলিউড ছেড়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় সারাদিন ব্যস্ত থাকেন সানা। পোস্ট করেন একের পর এক ছবি, ভিডিও। আর তা নিয়ে ট্রোলডও হন যথারীতি।
মুম্বই: সানা খান ঘোষণা করেছিলেন, ইসলামের পথে চলার জন্য অভিনয় ছাড়ছেন তিনি। বিয়েও করে ফেলেন জনৈক গুজরাতি মুফতি আনাস সইদকে। কিন্তু বলিউড ছেড়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় সারাদিন ব্যস্ত থাকেন সানা। পোস্ট করেন একের পর এক ছবি, ভিডিও। আর তা নিয়ে ট্রোলডও হন যথারীতি।
হানিমুন করতে সানা কাশ্মীর গিয়েছিলেন। সেখানে তাঁর ও আনাসের ছবি ভাইরাল হয়ে যায়। অনেকে প্রশ্ন করেন, কী দেখে আনাসকে বিয়ে করলেন তিনি। তিতিবিরক্ত আনাস এবার ধমকে দিয়েছেন সমালোচকদের। নিজের ছবি শেয়ার করে লিখেছেন, কারও পাপ বা অপরাধ দেখলে নিজের চোখ ঢেকে ফেল, তার জন্য দোয়া কর, পৃথিবীর লোকের পাপ ঢাকা দাও। তাতে কেয়ামতের সময় আল্লা তোমাদের পাপ ঢেকে ফেলবেন। শেষে লিখেছেন, আমিন।
এর আগেও এক সাক্ষাৎকারে আনাস বলেন, লোকে তাঁকে যা তা বলে যাচ্ছে কারণ তিনি নাকি সানাকে অভিনয় ছাড়তে বাধ্য করেছেন। তাঁর দাবি, তিনি এমন কিছুই করেননি, একেবারে নীচু চিন্তাভাবনা যাদের তারাই এমনটা রটাচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement