আগরায় সাংবাদিক ‘নিগ্রহ’ দেহরক্ষীদের, ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত
নয়াদিল্লি: সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠল সঞ্জয় দত্তের দেহরক্ষীর বিরুদ্ধে। ঘটনায় ক্ষমাপ্রার্থনা করেছেন অভিনেতা।
খবরে প্রকাশ, আগরায় তাজমহলের নিকটে ভিআইপি রোডে পরবর্তী ছবি ‘ভূমি’-র শ্যুটিং করছিলেন সঞ্জয়। খবরের খোঁজে সেখানে হাজির হয়েছিলেন কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
অভিযোগ, সেখানেই অভিনেতার দেহরক্ষীরা তাঁদের ওপর চড়াও হন। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এক সাংবাদিক জানান, তাঁর মাথায় ও বুকে আঘাত লেগেছে।
[embed]প্রতিবাদস্বরূপ, শ্যুটিংস্থলে বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। খবর পেয়ে, সেখানে উপস্থিত হন সঞ্জয়। আহতেদের সঙ্গে কথা বলে ক্ষমা চেয়ে নেন।
পরে, সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েও বিষয়টিকে হাল্কা করার চেষ্টা করেন সঞ্জয় দত্ত। অভিনেতা বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তার এক-ঘণ্টা আগেই হোটেলে ফিরে গিয়েছিলেন।
সঞ্জয়ের দাবি, তিনি থাকলে একন ঘটনা হতে দিতেন না। এরসঙ্গেই সহাস্য ‘মুন্নাভাই’-এর সংযোজন, আপনারা যদি এখনও রেগে থাকেন, তাহলে বলুন..আমি সবাইকে এখনই জাদু কি ঝপ্পি দিতে রাজি।