Sanjay Leela Bhansali in Bollywood: বলিউডে সঞ্জয় লীলা বনশালীর ২৫ বছর
Sanjay Leela Bhansali: ১৯৯৬ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি ‘খামোশি: মিউজিক্যাল’ দিয়ে বলিউডে তাঁর যাত্রা শুরু।
মুম্বই: বলিউডে ২৫ বছর কাটিয়ে ফেললেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালী। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি ‘খামোশি: মিউজিক্যাল’ দিয়ে বলিউডে তাঁর যাত্রা শুরু। এরপর একে একে ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘ব্ল্যাক’, ‘গোলিয়ো কি রসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবৎ’-এর মতো ছবি তৈরি করেছেন তিনি। তাঁর বেশিরভাগ ছবিই বক্স অফিসে সাফল্য পেয়েছে। তাঁর একাধিক ছবি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
বলিউডে সিকি শতাব্দী কাটিয়ে ফেলা প্রসঙ্গে সঞ্জয় বলেছেন, ‘এই যাত্রা অবিশ্বাস্য। যাত্রাপথে বহু প্রতিবন্ধকতা ছিল কিন্তু সবকিছুই আমার ভাল লেগেছে। আমার কাজের জন্য দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। তবে আমার মনে হয়, যে ৯টি ছবি করেছি, তার কোনওটিই দলের সবার সাহায্য ছাড়া সম্ভব হত না। টেকনিশিয়ান থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, প্রত্যেকেই আমাকে সাহায্য করেছেন। তাঁরাই আমার ভাবনা পর্দায় ফুটিয়ে তোলেন।’
শুধু ছবি পরিচালনাই না, গত কয়েক বছরে নিজের ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন সঞ্জয়। ‘বাজিরাও মস্তানি’-র সঙ্গীত পরিচালনার জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, যে কোনও ছবির আত্মা হল সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমে সবচেয়ে সুন্দরভাবে আবেগ প্রকাশ করা যায়। আমি সঙ্গীতের ভক্ত। সেই কারণে সঙ্গীত পরিচালক হওয়া আমার কাছে স্বাভাবিক ব্যাপার। আমি পরিকল্পনা করে এই সিদ্ধান্ত নিইনি। কাজ করতে করতে এটা হয়ে গেছে।’
এত বছর ধরে বলিউডে কাজ করা প্রসঙ্গে সঞ্জয় বলেছেন, ‘আমি সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে গেছি। ছবি তৈরি সংক্রান্ত প্রযুক্তি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। তার মাধ্যমে আমি পরিচালক হিসেবে আরও ভাল হয়ে উঠেছি। উদারণ হিসেবে বলতে পারি, নতুন প্রযুক্তি ও ভিএফএক্স এফেক্টস এখন আমার ছবির অংশ। এর ফলে লার্জার দ্যান লাইফ ভাব তৈরি হয়। কিন্তু তাতে ছবির মূল গল্প বদলায় না।’