এক্সপ্লোর
দেখুন: ‘লাভ আজকাল’ সিনেমার গানে নাচের অনুশীলন সারার
বলিউড অভিনেত্রী সারা আলি খানের সিনেমা ‘লাভ আজকাল’ সদ্যই মুক্তি পেয়েছে। এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী সারা আলি খানের সিনেমা ‘লাভ আজকাল’ সদ্যই মুক্তি পেয়েছে। এই ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। 'লাভ আজকাল' বক্সঅফিসে ঠিকাঠাক ব্যবসা করেছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সারার একটি ভিডিও সামনে এসেছে। ভিডিওতে তাঁকে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার গানে নাচের অনুশীলন করতে দেখা গিয়েছে। সারার এই নৃত্য অনুশীলনের ভিডিও তাঁর এক ফ্যান অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিওতে সারাকে লাভ আজকাল-এর হাঁ ম্যায় গলত গানে তাঁর কোরিওগ্রাফারের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল সাদা রঙের ক্রপ টপ ও জর্গার্স।
ইমতিয়াজ আলি ‘লাভ আজকাল’ সিনেমার পরিচালনা করেছেন। এই সিনেমা ২০০৯-এর সইফ আলি খান ও দীপিকা পাড়ুকোনের একই নামের সিনেমার সিকোয়েল। ওই সিনেমার পরিচালকও ছিলেন ইমতিয়াজ। ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সারার। এরপর রণবীর সিংহর সঙ্গে ‘সিম্বা’-তে দেখা গিয়েছিল তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















