এক্সপ্লোর
Advertisement
সারা অত্যন্ত সফল নায়িকা হবেন, মনে করেন সৎমা করিনা
মুম্বই: সারা অত্যন্ত প্রতিভাময়ী বলে তাঁর বিশ্বাস। বলিউডে বিরাট সাফল্য পাবেন তিনি। মনে করেন করিনা কপূর। নিজের ডায়েটিশিয়ান ঋজুতা দিবেকরের বই প্রকাশ উপলক্ষ্যে মুম্বইয়ের একটি বইয়ের দোকানে গিয়েছিলেন করিনা। সেখানেই এ কথা বলেন।
করিনার স্বামী সেফ আলি খান ও তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের মেয়ে সারা আলি খানের শিগগিরই অভিষেক হচ্ছে বলিউডে। ছবির নাম কেদারনাথ, সারার বিপরীতে থাকবেন সুশান্ত সিংহ রাজপুত। সারাকে অভিনয় সংক্রান্ত টিপস দিতে বললে করিনা বলেন, তিনি সারার শিক্ষক নন। তবে তাঁর বিশ্বাস, সারা নিজের প্রতিভার ছাপ রাখবেন। তিনি অত্যন্ত সুন্দরী। তাই তাঁর বিশ্বাস, নিজের রূপ ও প্রতিভার সাহায্যে বলিউডে একদিন রীতিমত সফল নায়িকা হয়ে উঠবেন তিনি।
অল্পদিনের মধ্যেই মা হতে চলেছেন করিনার ননদ সোহা। করিনা বলেছেন, সোহা রীতিমত ফিট, গর্ভাবস্থায় যথেষ্ট স্বচ্ছন্দ্য তিনি।
নায়িকারা অনেক সময় ব্যক্তিগত জীবন, সংসার, সন্তান গোপন করে চলেন। কিন্তু ছেলে তৈমুরকে এখন থেকেই ক্যামেরার সামনে নিয়ে আসছেন তিনি। এ নিয়ে করিনার মন্তব্য, তৈমুর স্বাভাবিক একটি শিশু, অন্যদের মতই। তাহলে কেন ওপর সঙ্গে এমন ব্যবহার করা হবে যে ও স্বাভাবিক নয়! ওর বাবা মা স্বাভাবিক, ভবিষ্যতে ওর বন্ধুবান্ধবরাও স্বাভাবিকই হবে।
স্বামী সেফের প্রসঙ্গও তুলেছেন করিনা। জানিয়েছেন, সেফ ভাল রাঁধুনি। ডাল বা সবজি বানাতে বললে হয়তো ঘাবড়ে যাবেন কিন্তু তাঁর হাতের পাস্তা দুর্দান্ত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement