এক্সপ্লোর
Advertisement
আলিয়া-রণবীরের থেকে ভাল অভিনেতা খুঁজে আনুন দেখি! পরিচালক আর বল্কির মন্তব্যের পাল্টা জবাবে কী বললেন শেখর কপূর?
‘‘ কাল রাতে আমি ‘কাই পো চে’ দেখলাম। তিন তরুণ প্রতিভাবান অভিনেতা। আর প্রত্যেকের অসাধারণ অভিনয়।’’
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতকে নিয়ে 'প্যাডম্যান' ছবির পরিচালক আর বল্কির মন্তব্যে বিতর্কের ঝড়। সম্প্রতি তিনি মন্তব্য করেন, খারাপ-ভালো সব ক্ষেত্রেই আছে। সমস্যাও আছে। তবে আলিয়া, রণবীর এর থেকে ভাল অভিনেতা-অভিনেত্রী খুঁজে বের করে দেখাতে পারলে, তবেই স্বজনপোষণ নিয়ে তর্ক হোক।
Have huge respect for you, Balki. But i just saw Kai Po Che again last night. Three new young actors at that time. And stunning believable performances by each @filmfare https://t.co/cIvSVsfNJR
— Shekhar Kapur (@shekharkapur) July 17, 2020
তাঁর বক্তব্য, ‘‘তারকা সন্তানরা হয়তো প্রথম সুযোগ অনেক ক্ষেত্রে পায়, কিন্তু তার পরেও যোগ্যতাই শেষ কথা। ইন্ডাস্ট্রির যোগ্যতম শিল্পীদের ক্ষেত্রে নেপোটিজমের দোহাই না দেওয়াই ভাল’’।
এবার আর বল্কির মন্তব্যের কড়া প্রত্যুত্তর দিলেন শেখর কপূর। তিনি বলেন, ‘‘আমি আপনাকে যথেষ্ট সম্মান করি। তা সত্ত্বেও বলছি, কাল রাতে আমি ‘কাই পো চে’ দেখলাম। তিন তরুণ প্রতিভাবান অভিনেতা। আর প্রত্যেকের অসাধারণ অভিনয়।’’
আর বল্কির মতের পাল্টা দিয়ে স্ক্রিন রাইটার অপূর্ব আশরানি বলেন, তাহলে কি মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও, ভিকি কৌশল,অমিত সাধ, জয়দীপ আহলাওয়াত, রসিকা দুজ্ঞল, স্বরা ভাস্কর,কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া, তাপসী পান্নু, বিদ্যা বালান,শ্বেতা ত্রিপাঠী, সঞ্জয় মিশ্র, দিব্যা দত্ত, নীনা গুপ্ত, মানব কউল, নওয়াজউদ্দিন সিদ্দিকি, আয়ুষ্মান খুরানা, রিচা চাড্ডা, পঙ্কজ ত্রিপাঠী, গজরাজ রাওরা ভাল অভিনেতা নন?
Manoj Bajpayee, Rajkummar Rao, Vicky Kaushal, Ayushmann, Kangana Ranaut, Priyanka Chopra, Taapsee Pannu, Vidya Balan, Richa Chaddha. Many others too if we look beyond A list film families, and take a few chances. I love Ranbir & Alia, but please, they aren't the only good actors. https://t.co/G8ddYv8LVc
— Apurva (@Apurvasrani) July 17, 2020
পরিচালক অনুভব সিংহ কিছুদিন আগে মন্তব্য করেন, নেপোটিজম শব্দটি এখন ‘ফ্যাশনেবল’ হয়ে গিয়েছে। ‘‘অভিষেক বচ্চনের ডেবিউয়ের সময়ে সকলে আশা করেছিলেন, আর একটা ‘জঞ্জির’ হতে চলেছে। সব স্টারকিডরাই কি সাফল্য পান?’’ প্রশ্ন তোলেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement