এক্সপ্লোর
Advertisement
ফারহানের বাড়ি থেকে শ্রদ্ধাকে টেনে বার করেছেন বাবা শক্তি কপূর? পড়ুন, কী বলছেন তিনি
মুম্বই: তাঁর ‘রক অন টু’ নায়কের সঙ্গে সম্পর্কটা নাকি পাকাপাকি করে নেওয়ার ব্যবস্থা করেছিলেন শ্রদ্ধা কপূর। ফারহান আখতারের সঙ্গে লিভ ইন করার জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে ফারহানের বাড়িও এসে গিয়েছিলেন তিনি। কিন্তু তারপর?
প্রেমের গল্পে ভিলেন হয়ে দাঁড়ালেন সেই চিরাচরিত ভিলেন। শ্রদ্ধার বাবা শক্তি কপূর। বলিউডে দীর্ঘদিন খলনায়কের ভূমিকায় অভিনয় করা শক্তি নাকি তাঁর শালী ও পুরনোদিনের নায়িকা পদ্মিনী কোলাপুরীকে নিয়ে সোজা হাজির হন ফারহানের বাড়িতে। শ্রদ্ধা দরজা খুলেই এক্কেবারে হাঁ।
শক্তি সাফ জানিয়ে দেন, এক্ষুনি বাড়ি ফিরতে হবে, লিভ ইন-টিভ ইন চলবে না। শ্রদ্ধার নাকি মত ছিল না মোটেই কিন্তু বাবার সঙ্গে এঁটে ওঠেননি তিনি। আর পাঁচজন প্রতিবেশীর সামনে হট্টগোল পাকিয়ে খোরাক হয়ে উঠতে না চেয়ে গুটি গুটি বাবা-মাসির সঙ্গে ফিরে যান তাঁদের জুহুর বাড়িতে।
যদিও শক্তি কপূর অস্বীকার করেছেন মেয়েকে ফারহানের বাড়ি থেকে টেনে বার করার কথা। তাঁর দাবি, এ ধরনের কিছু ঘটেইনি, সব মিথ্যে রটানো হচ্ছে।
তবে শোনা যাচ্ছে, শক্তি ও তাঁর স্ত্রী শিবাঙ্গী কোনওমতেই চান না, তাঁদের মেয়ে ফারহানের সঙ্গে সম্পর্কে জড়ান। একে তো জাভেদ আখতারের ছেলে বয়সে অনেক বড়, তারপর তাঁর ডিভোর্স এখনও হয়নি। স্ত্রী অধুনার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই অবশ্য দুই ছেলের বাবা ফারহানের নামে একের পর এক লিঙ্কআপের গুজব শোনা যাচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement